এ রাজ্যের আইনজীবীদের অভিনব দাবি৷
মহামারির কোপে গত ৩ মাস আদালতের কাজ বন্ধ৷ বন্ধ ব্যক্তিগত চেম্বারও। এই অবস্থায় অন্য কাজ না-করলে দু’বেলা খাওয়াই জুটছে না৷ রাজ্যের আইনজীবীদের একাংশ জোরালো দাবি তুলেছেন, তাঁদের অন্য পেশায় যোগ দেওয়ায় অনুমতি দিতে হবে৷ তুলে নিতে হবে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা৷
সোমবার গুজরাট বার কাউন্সিল আইনজীবীদের অন্য পেশায় যুক্ত থাকতে না পারার নিষেধাজ্ঞা তুলে দিয়েছে৷ কাউন্সিলের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চূড়ান্ত সিলমোহরের জন্য পাঠানো হয়েছে দিল্লিতে।
আর সেই পথ ধরে বাংলার আইনজীবীদের উপর থেকেও নিষেধাজ্ঞা তোলার দাবি উঠেছে। আইনজীবীদের বড় অংশের বক্তব্য, মাসের পর মাস আদালতের পাশাপাশি বন্ধ ব্যক্তিগত চেম্বারও। এই অবস্থায় অন্য কাজ না-করলে না খেয়ে সপরিবারে মরতে হবে৷ দমদম ও সোদপুরে দুই আইনজীবী অবসাদে আত্মঘাতীও হয়েছেন বলে এঁদের দাবি। তাই আইনজীবীরা যাতে অন্য কোনও প্রতিষ্ঠান বা ব্যবসায় যুক্ত থাকতে পারেন, সে জন্য ছাড়ের দাবি করেছেন এঁরা।
গুজরাট বার কাউন্সিল সোমবার জানিয়েছে, এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই ছাড় দেওয়া হয়েছে৷ এই সময়ের মধ্যে আইনজীবীরা চাইলে অন্য কোম্পানি, প্রতিষ্ঠানে চাকরি বা নিজে কোনও ব্যবসাও করতে পারেন।
আইনজীবীদের বক্তব্য, প্রস্তাব অভিনব হলেও যুক্তিসঙ্গত। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার উচিত এই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া৷