Monday, November 17, 2025

Big Breaking: জুলাই মাস জুড়ে বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী

Date:

৩১ জুলাই পর্যন্ত রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সুপ্রিমকোর্ট এবং অন্য রাজ্যের সিদ্ধান্তের দিকে নজর রাখছে সরকার।

অতিমারি পরিস্থিতিতে মার্চ মাস থেকে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন। কলেজ বিশ্ববিদ্যালয় ১০ জুন এবং তারপর ৩০ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সেই সময়সীমা ফের বাড়ানো হলো। এদিকে এখনও বাকি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টার। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষা দফতরের আধিকারিক, উপাচার্যদের নিয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকে পরীক্ষার বিষয়ে আলোচনা হয়। কীভাবে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যায়, তার সম্ভাব্য উপায় জানান উপাচার্যরা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ফাইনাল সেমিস্টার সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ২৬ জুন জানানো হবে। তবে কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ চলবে বলে জানান শিক্ষা মন্ত্রী। পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুসারে সেই কাজ চালু রাখতে পারবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রসঙ্গত, আগেই রাজ্য সরকার জানিয়েছিল জুলাই মাসে স্কুল বন্ধ থাকবে। যদিও এখনও বাকি উচ্চমাধ্যমিকের ৩ দিনের পরীক্ষা। ২, ৬, ৮ জুলাই পরীক্ষার দিন ঘোষণা করেছে সরকার সরকার। তবে বর্তমান পরিস্থিতিতে কীভাবে ওই পরীক্ষা হবে তা নিয়ে চিন্তায় রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও অন্য রাজ্যে দিকে নজর রাখা হচ্ছে।

Related articles

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...
Exit mobile version