Friday, August 22, 2025

অভিনব প্রতিবাদ : বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে ছিপ ফেললেন বাসিন্দারা !

Date:

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। পুরো রাস্তা ভেঙে গর্ত হয়ে গিয়েছে। বর্ষার জল জমে রাস্তার অবস্থা আরও খারাপ। বাড়ছে দুর্ঘটনা। প্রশাসনকে বহুবার জানানোর সত্ত্বেও কোন লাভ হয়নি। এবার প্রতিবাদ করলেন বীরভূমের মোহাম্মদ বাজারের মানুষজন । বর্ষার জল জমে রাস্তা পরিণত হয়েছে প্রায় পুকুরে, তাই মাছ ছেড়ে ও সেখানে ছিপ ফেলে প্রতিবাদ জানালেন তাঁরা।
সিউড়ি থেকে বহরমপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। মহম্মদবাজার এলাকার রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। গত এক মাস ধরে প্রাকবর্ষা ও বর্ষার বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তা জলে ভরে বিপজ্জনক আকার ধারণ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এর ফলে প্রায়শই নানা ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষজনের অভিযোগ, সব দেখেও নির্বিকার প্রশাসন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী, ডাক্তার, নার্স থেকে প্রশাসনিক কর্তারা এমনকি নেতা-মন্ত্রীরাও যাতায়াত করেন। রোগীদের নিয়ে যাওয়ার জন্যও এই রাস্তা ব্যবহার করতে হয়। তা সত্ত্বেও বীরভূমের আঙ্গারগড়িয়া বাস স্ট্যান্ডের দুর্দশা কেউ দেখতে পান না। তাই এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছিলেন বেশ কিছুদিন ধরে। বুধবার তারই প্রকাশ দেখা গেল একেবারে অন্যরকম ভাবে। রাস্তা মেরামতের দাবিতে আঙ্গারগড়িয়া বাস স্ট্যান্ডের সামনের রাস্তায় তৈরি হওয়া গর্তে এলাকার মানুষজন মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন।

বীরভূমের বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এদিন বলেন, “এলাকার রাস্তাটি দীর্ঘ দিন ধরে অত্যন্ত বেহাল। এই কারণের জন্য এলাকার বাসিন্দারা ওখানে বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে আমাদের দলের কর্মীরাও উপস্থিত ছিলেন।” আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা দেখছি। শীঘ্রই ওই রাস্তা সারানো হবে।”

Related articles

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...

JEE মেধাতালিকায় প্রথম ও দশম কী পড়বেন? জানালেন নিজেরাই

আইনি জটিলতা কাটিয়ে অবশেষে শুক্রবার দুপুরে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের(JEE) ফল। গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স(JEE)...
Exit mobile version