Sunday, November 9, 2025

অভিনব প্রতিবাদ : বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে ছিপ ফেললেন বাসিন্দারা !

Date:

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। পুরো রাস্তা ভেঙে গর্ত হয়ে গিয়েছে। বর্ষার জল জমে রাস্তার অবস্থা আরও খারাপ। বাড়ছে দুর্ঘটনা। প্রশাসনকে বহুবার জানানোর সত্ত্বেও কোন লাভ হয়নি। এবার প্রতিবাদ করলেন বীরভূমের মোহাম্মদ বাজারের মানুষজন । বর্ষার জল জমে রাস্তা পরিণত হয়েছে প্রায় পুকুরে, তাই মাছ ছেড়ে ও সেখানে ছিপ ফেলে প্রতিবাদ জানালেন তাঁরা।
সিউড়ি থেকে বহরমপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। মহম্মদবাজার এলাকার রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। গত এক মাস ধরে প্রাকবর্ষা ও বর্ষার বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তা জলে ভরে বিপজ্জনক আকার ধারণ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এর ফলে প্রায়শই নানা ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষজনের অভিযোগ, সব দেখেও নির্বিকার প্রশাসন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী, ডাক্তার, নার্স থেকে প্রশাসনিক কর্তারা এমনকি নেতা-মন্ত্রীরাও যাতায়াত করেন। রোগীদের নিয়ে যাওয়ার জন্যও এই রাস্তা ব্যবহার করতে হয়। তা সত্ত্বেও বীরভূমের আঙ্গারগড়িয়া বাস স্ট্যান্ডের দুর্দশা কেউ দেখতে পান না। তাই এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছিলেন বেশ কিছুদিন ধরে। বুধবার তারই প্রকাশ দেখা গেল একেবারে অন্যরকম ভাবে। রাস্তা মেরামতের দাবিতে আঙ্গারগড়িয়া বাস স্ট্যান্ডের সামনের রাস্তায় তৈরি হওয়া গর্তে এলাকার মানুষজন মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন।

বীরভূমের বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এদিন বলেন, “এলাকার রাস্তাটি দীর্ঘ দিন ধরে অত্যন্ত বেহাল। এই কারণের জন্য এলাকার বাসিন্দারা ওখানে বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে আমাদের দলের কর্মীরাও উপস্থিত ছিলেন।” আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা দেখছি। শীঘ্রই ওই রাস্তা সারানো হবে।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version