Wednesday, November 12, 2025

বিশেষভাবে সক্ষম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে পার্থকে চিঠি কান্তি’র

Date:

বিশেষভাবে সক্ষম উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সাধারণ সম্পাদক কান্তি গঙ্গোপাধ্যায়।

চিঠিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী লিখেছেন,

◾পরীক্ষার খাতায় কোন প্রশ্নের উত্তরে কী লেখা হবে, রাইটারকে তা আকার-ইঙ্গিতে বোঝায় বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা৷

◾মুখে মাস্ক থাকলে পরীক্ষার্থীরা আকার-ইঙ্গিতে রাইটারকে বুঝিয়ে কী ভাবে পরীক্ষা দেবে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা?

◾এই মুহুর্তে সীমিত সংখ্যায় যানবাহন চলছে৷ এর ফলে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে এবং আসতে সমস্যায় পড়বে৷

◾বেশ কিছু ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও পরীক্ষায় বসা যথেষ্ট কঠিন।

◾যে সব বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের শ্রবণশক্তি কম বা কানে শোনার যন্ত্র লাগিয়েও শুনতে অসুবিধা হয়, তাঁদের পক্ষে মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে ইঙ্গিতে বোঝানোও বেশ কঠিন।

◾সংক্রমণের জেরে এখন রাইটার পাওয়াও বেশ মুশকিল হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে রাইটার কার্যত অমিল৷

◾গত মার্চ মাসে লকডাউনের সময় দ্রুত হস্টেল খালি করে দেওয়ায় এই ধরনের ছাত্রছাত্রীরা অনেকে বইপত্র ছাড়াই বাড়ি চলে গিয়েছেন।

◾ফলে তাঁরা যথাযথ প্রস্তুতির সুযোগ থেকেও বঞ্চিত।

◾ফলে উচ্চ মাধ্যমিকের বকেয়া তিন পরীক্ষা নিয়ে স্বাভাবিক ভাবেই তাই চিন্তিত এই ধরনের ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকরা।

এই সব সমস্যাকে গুরুত্ব দিয়েই রাজ্যের শিক্ষা দপ্তর যাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে এবং এই ধরনের একজন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীও যাতে কোনও ভাবে বঞ্চিত না-হন, সেই আবেদন জানিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। এই চিঠির কপি কান্তিবাবু পাঠিয়েছেন শিক্ষাসচিব মণীশ জৈন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকেও৷

Related articles

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার...

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...
Exit mobile version