Big Breaking: আইসিএসই-আইএসসি বাতিলের সিদ্ধান্ত বোর্ডের

স্থগিত হয়ে যাওয়া আইসিএসই এবং আইএসসি পরীক্ষা ঐচ্ছিক আগেই ঘোষণা করা হয়েছিল। অতিমারি আবহে এবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। পরে আর পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছে বোর্ড।

প্রসঙ্গত, মার্চ মাস থেকে দেশজুড়ে শুরু হয় লকডাউন। তার আগেই পরিস্থিতির কথা বিবেচনা করে স্থগিত হয়ে গিয়েছিল আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। এরপর সংশ্লিষ্ট পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছিল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা জুলাই মাসে নেওয়া হবে বলে স্থির হয়। সেই পরীক্ষাও ঐচ্ছিক ঘোষণা করে বোর্ড। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বোর্ড কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। বৃহস্পতিবার বোর্ড জানিয়েছে চলতি বছর আইসিএসই এবং আইএসসি পরীক্ষা বাতিল করা হলো। সংশ্লিষ্ট পরীক্ষার মূল্যায়ন প্রি বোর্ডের নম্বরের ভিত্তিতে করা হবে।