Thursday, November 13, 2025

সীমান্তে একতরফা উত্তেজনা তৈরি করছে চিন, কড়া মন্তব্য বিদেশমন্ত্রকের

Date:

লাদাখ সীমান্তে উত্তেজনার জন্য দায়ী চিন। তারাই দ্বিপাক্ষিক সমঝোতার শর্তগুলি একতরফাভাবে অমান্য করে চলেছে। গালওয়ানে সংঘর্ষের পিছনেও তাদের স্পষ্ট ভূমিকা রয়েছে। এই প্রথম এত কড়া বিবৃতি দিয়ে চিনের বেআইনি আগ্রাসনের প্রকাশ্য সমালোচনা করল ভারতের বিদেশমন্ত্রক। দুই দেশের চলতি উত্তেজনার মধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্টভাবেই জানিয়ে দিল যে, এই বছর ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একেবারে অন্যরকম ও অনভিপ্রেত আচরণ করেছে বেজিং। নিজেদের দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই লঙ্ঘন করছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে বলেন, চিনা সেনারা পারস্পরিক সমঝোতার সমস্ত শর্তকে অবজ্ঞা করেছে। এই বছরের মে মাসের শুরু থেকেই চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি প্রচুর পরিমাণে সেনা মোতায়েন শুরু করেছে। এই কার্যকলাপের মাধ্যমে তারা দুদেশের মধ্যে থাকা দ্বিপাক্ষিক চুক্তির নিয়ম লঙ্ঘন করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সীমান্তের উত্তেজনা আরও বাড়বে। প্রসঙ্গত, গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান। ওই সংঘর্ষে চিনের এক কর্নেল সহ প্রায় সেদেশেরও প্রায় ৪৫ জন হতাহত হয়েছে বলে খবর। এই ঘটনার জন্যও চিনকে দায়ী করেছে ভারতের বিদেশমন্ত্রক।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version