গান্ধী মূর্তির পাদদেশে “শহিদ সম্মান দিবস” পালন কংগ্রেসের

লাদাখ সীমান্তে চিন সেনার অন্যায় আগ্রাসনের জবাব দিতে গিয়ে শহিদ হয়েছেন ভারতের ২০ জন বীর সেনা জওয়ান। যাঁদের মধ্যে আছে এই বাংলার দুই বীর। সেই নিরস্ত্র ভারতীয় শহিদ জওয়ানদের তর্পনে, সারা দেশের সঙ্গে কলকাতাতেও “শহীদ সম্মান দিবস” পালন করলো কংগ্রেস।

আজ, শুক্রবার কলকাতার মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে দুপুর ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্ল্যাকার্ড নিয়ে প্রদেশ কংগ্রেসের নেতা-কর্মীরা ধর্ণা দেন। সেখানে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Previous articleবিস্ফোরক অভিযোগ দিব্যার, আবু সালেমের সঙ্গে যোগ ছিল সোনুর
Next articleখেলতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক পরিণতি শিশুর