খানাখন্দে ভরা বেহাল জাতীয় সড়ক। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক যৌথভাবে অবরোধ করল বাম ও কংগ্রেস।

উত্তর ২৪ পরগনা বারাসতের ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে শুক্রবার বারাসতের কলোনি মোড়ে বিক্ষোভ অবস্থান অবরোধ করে। তাদের দাবি প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়।
সারাদিনে বহু ভারী পণ্যবাহী যান চলাচল করে এই রাস্তা দিয়ে। মাঝে মধ্যেই বিভিন্ন গাড়ি ভাঙা রাস্তায় পড়ে দুর্ঘটনার মুখে পড়ে। কখনও গর্তের মধ্যে পড়ে গাড়ি ভেঙে যায়, খারাপ হয়ে যায়। বর্ষা হলে এই গর্তগুলি জলে ভর্তি হয়ে যায়। আরও দুর্বিষহ হয়ে ওঠে জাতীয় সড়ক দিয়ে চলাচল করা। এর প্রতিবাদে এবং জাতীয় সড়ক মেরামতের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ অবরোধ করা হয়। ফলে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। সৃষ্টি হয় ব্যাপক যানজটের। চরম দূর্ভোগে পড়েন পথচলতি মানুষ। পরে অবরোধকারীদের হটিয়ে যান চলাচল স্বাভাবিক করে বারাসত থানার পুলিশ।
