Monday, May 5, 2025

বেসরকারি স্কুলের ফিজ বৃদ্ধি পছন্দ নয় মুখ্যমন্ত্রীর, মানব সম্পদ মন্ত্রকের হস্তক্ষেপ চান পার্থ

Date:

বেসরকারি স্কুলগুলির ফিজ নিয়ে রাজ্য জুড়ে অভিভাবকদের অবস্থান-বিক্ষোভ চলছে। এ প্রসঙ্গে শুক্রবার মুখ্যমন্ত্রীর নবান্নের সাংবাদিক সম্মেলনে বললেন, বেসরকারি স্কুলগুলির ফিজ বৃদ্ধি প্রসঙ্গে সরকারের অবস্থান খুব পরিস্কার। সরকার এই সময়ে কোনও ধরনের ফি বৃদ্ধির বিরুদ্ধে। তার কারণ পরিস্থিতির কারণে বহু পরিবার অসুবিধার মধ্যে রয়েছেন। কারওর চাকরি গিয়েছে, কেউ বেতন কম পাচ্ছেন। ফিজ বৃদ্ধি হলে তাঁরা চাপে পড়বেন। তাই অনুরোধ করবো এই কঠিন সময়ে ফিজ বৃদ্ধি করবেন না। একইসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, ফিজ বৃদ্ধি নিয়ে আমি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। বেশ কিছু বেসরকারি স্কুল নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং পরিস্থিতি বিচার না করে ফিজ বৃদ্ধি করছে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উচিত এ ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ করে ব্যবস্থা নেওয়া।

মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে শুক্রবার মনে করিয়ে দেন, অনেক অভিভাবক সরাসরি ফিজ মকুবের কথা বলছেন। এটা কিন্তু ঠিক নয়। তার কারণ, স্কুলগুলিকে তাদের শিক্ষক-অশিক্ষক কর্মীদের বেতন দিতে হয়। সেই অর্থ আসবে কোথা থেকে! সুতরাং ফিজ মকুব যুক্তিগ্রাহ্য নয়।

তবে এখন ক্লাস হচ্ছে না। যদিও বহু স্কুলে অনলাইনে ক্লাস করছে। স্কুলগুলি বেশ কিছু ফিজ নিচ্ছে যেগুলির সুবিধা মোটেই এই সময়ে পড়ুয়ারা পাচ্ছে না। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কম্পিউটার ক্লাস, লাইব্রেরি, স্পোর্টস ক্লাস ইত্যাদির কথা উল্লেখ করেন এবং বলেন নৈতিকভাবে এই ফিজগুলি স্কুলগুলির নেওয়া উচিত নয়।

দেখার বিষয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর স্পষ্ট বক্তব্যের পর বেসরকারি স্কুলগুলি নিয়ন্ত্রিত ফিজের বার্তা দেয় কিনা!

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version