‘আত্মনির্ভর উত্তরপ্রদেশ রোজগার যোজনা’য় মোদি : মানতে হবে ‘দো গজ দূরি’, পরতে হবে ‘মাস্ক’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেও জানিয়েছেন করোনা সচেতনতা সম্পর্কে। করোনার রুখতে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি, পরতে হবে মাস্ক ব্যবহার করতে হবে স্যানিটাইজার। আবারও বললেন, মানতে হবে ‘দো গজ দূরি’, পরতে হবে মাস্ক।

শুক্রবার উত্তরপ্রদেশে ‘আত্মনির্ভর উত্তরপ্রদেশ রোজগার যোজনা’ উদ্বোধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বার্তাই দেন মোদি।

এদিন প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বলেছেন, “আমরা আমাদের জীবনে উত্থান-পতন দেখেছি। কিন্তু কেউ ভাবেননি যে এত বড় সংকট পুরো বিশ্ব জুড়ে আসবে। এটা এমন সংকট যেখানে লোকেরা চাইলেও সহায়তা করতে পারবে না।”

তিনি আরও জানান, করোনার উদ্দেশ্যে লড়াই শীঘ্রই বন্ধ হওয়ার না। তিনি দেশবাসীকে কাজে বেরোতে বলে ‘মাস্ক’ ও ‘দো গজ দূরি’ মেনে চলতে বলেছেন।

Previous articleসংশোধনাগারেই মৃত্যু মুম্বই বিস্ফোরণ কাণ্ডের অপরাধী ইউসুফ মেমনের
Next articleবর্ণবৈষম্য ঘোচাতে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ আর নয়, এখন শুধুই ‘লাভলি’