এবার ২১ জুলাই সমাবেশ নয়: মমতা

দেশজুড়ে করোনা পরিস্থিতি। তার উপর ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়িয়েছে রাজ্য সরকার। এই অবস্থায় একুশে জুলাইয়ের সমাবেশ করছে না তৃণমূল। শুক্রবার, নবান্নে একথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সামাজিক দূরত্ব বিধি মেনে কীভাবে এই রাজনৈতিক সভা করা যায়, তা পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে ভার্চুয়াল সভা করা যায় কি না সে বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তৃণমূল নেত্রী।

এই প্রসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক সভা-সমাবেশ না করার জন্য। রাজ্যে লকডাউন আইন জারি আছে। এই পরিস্থিতিতে যদি বিয়ের উৎসব, শ্রাবণী মেলা, রথযাত্রা, ঈদের মতো ধর্মীয় বা সামাজিক উৎসব যদি পালন করা না যায়, তাহলে রাজনৈতিক সভা-সমাবেশ হবে কী করে? তিনি বলেন, “আমরা একুশে জুলাই স্যাক্রিফাইস করতে পারছি আর আপনারা ছোট ছোট সভা বন্ধ রাখতে পারছেন না!” মমতা স্পষ্ট জানিয়ে দেন, রথযাত্রা নিষেধাজ্ঞা থাকলে, বাইক ব়্যালি বা মিছিলও করা যাবে না।

Previous articleশর্তসাপেক্ষে মেট্রো চালুতে সায় রাজ্য সরকারের, চাকা ঘুরবে ১ জুলাই থেকে?
Next articleআলোচনায় বসতে রেলের নির্দেশের অপেক্ষায় রয়েছে মেট্রো কর্তৃপক্ষ