Thursday, November 13, 2025

ধারাবাহিকভাবে তেলের দাম বাড়লেও এখনও পর্যন্ত সবজি ও মাছের বাজারে তার আঁচ পড়েনি

Date:

চন্দন বন্দ্যোপাধ্যায়

ফের মহার্ঘ হল পেট্রল-ডিজেল।
মাঝে অল্প বাড়লেও বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম এখনও আদৌ সে ভাবে মাথা তোলেনি।
ধারাবাহিকভাবে তেলের দাম বাড়লেও এখনও পর্যন্ত সবজি ও মাছের বাজারে তার আঁচ পড়েনি। শনিবার সোদপুর, বেলঘরিয়া, মানিকতলা, বাগুইআটির মতো ছোট-বড় সব বাজারেই ছিল এক ছবি। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে কোনও ক্ষোভ দেখা যায়নি । সবজির দাম ছিল মধ্যবিত্তের নাগালের মধ্যে । জ্যোতি আলুর দাম ২৪ টাকা থেকে ২৬ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে। চন্দ্রমুখীর দাম ২৮ থেকে ৩০ টাকা। পেঁয়াজের দাম ২৪ টাকা থেকে ২৬ টাকা কেজি । উচ্ছে, পটল, ঝিঙে, বরবটি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে মিলেছে। অন্যান্য সবজির দামও ছিল নাগালের মধ্যেই। একই ছবি দেখা গিয়েছে মাছের বাজারেও।দেড় কেজির গোটা রুইমাছ ২০০ টাকা কেজি, চিংড়ির দাম ৩০০ টাকা, বোয়ালের দাম ২৫০ টাকা কেজি, ট্যাংরা মাছ বিকিয়েছে ৩০০ টাকা কেজি দরে, ভেটকি ৪০০ টাকা কেজি, কাটা পোনা বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। তবে বাজারে ইলিশের দাম ছিল কিছুটা বেশি। ৬০০ থেকে ৭৫০ গ্রামের ইলিশ বিকিয়েছে ৯০০ টাকা কেজি দরে ।
বরং তুলনামূলকভাবে মুরগির মাংসের দাম অনেকটাই বেড়েছে। গোটা মুরগি ১৪৫ টাকা কেজি, কাটা বিক্রি হয়েছে ১৮০ টাকা থেকে ১৯০ টাকা কেজি দরে। সেই তুলনায় খাসির মাংস ৮০০ টাকা কেজিতে গিয়ে পৌঁছেছে। সবজি এবং মাছের বাজারে তেলের দাম বৃদ্ধির এখনও সেই প্রভাব না পড়লেও তুলনামূলকভাবে ফলের বাজার ছিল বেশ খানিকটা চড়া। আঙুর মিলেছে ১০০ টাকা কেজি, আপেল ৮০ থেকে ১০০ এর মধ্যে ঘোরাফেরা করেছে, বেদানা ১০০ টাকা কেজি, শসা ৪০ টাকা কেজি, আপেল ১০০ টাকা কেজি।
রাজ্য সরকারের গঠন করা বাজারে নজরদারি করা টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, এখনও সেভাবে তেলের দাম বৃদ্ধির প্রভাব বাজারে না পড়লেও আগামী সপ্তাহের মধ্যে তেলের দাম বৃদ্ধি যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে বাজারদর মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। কারণ, হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন সে ক্ষেত্রে তাদেরকেও মহাজনের কাছ কাছ থেকে এবং পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি , মাছ, মাংস কিনে বিক্রি করতে হবে। তাই তারা চাইছেন অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমাতে রাজ্য সরকার হস্তক্ষেপ করুক ।

ছবি- দেবস্মিত মুখোপাধ্যায় 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version