Saturday, November 15, 2025

শ্বশুর-শাশুড়ি কেন বাড়িতে? স্বামী পেটালেন ইঞ্জিনিয়ার স্ত্রী!

Date:

শ্বশুর-শাশুড়ি করোনা নিয়ে ফিরেছেন- এই অজুহাতে তাঁদের বাড়ি থেকে বের করে দিতে হবে। দাবি এক উচ্চ শিক্ষিত বধূর। আর সেটা না মানায় ইঞ্জিনিয়ার স্বামীর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন ওই মহিলা। ঘটনাটি সল্টলেকের।

কিন্তু কেন ঘটল এমন ঘটনা? লকডাউনের প্রথমেই বাবা-মাকে বৈদ্যবাটির পৈত্রিক বাড়িতে রেখে আসেন সল্টলেক সেক্টর ফাইভে কর্মরত ওই ইঞ্জিনিয়ার। তাঁর স্ত্রীও ইঞ্জিনিয়ার এবং কর্মরতা। অনলকে ওই ব্যক্তি তাঁর বাবা-মাকে বৈদ্যবাটি থেকে আবার সল্টলেকের বাড়িতে ফিরিয়ে আনেন। এখানেই শুরু হয় গোলমাল। স্ত্রী অভিযোগ করেন, তাঁর শ্বশুর-শাশুড়ি করোনা নিয়ে বাড়িতে ফিরেছেন, সুতরাং অবিলম্বে তাঁদের বাড়ি থেকে বের করে দিতে হবে। শুধু তাই নয়, তাঁর অভিযোগ শ্বশুর-শাশুড়ি থাকলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য বেশি হয়। শ্বশুর-শাশুড়িকে ফিরিয়ে আনার কথা স্ত্রীকে তিনি জানাননি বলে অভিযোগ তুলে স্বামীকে মারধর করেন ওই মহিলা। কিল, চড়, ঘুষি, লাথি এসব তো আছেই, গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই ব্যক্তি। স্ত্রীর লাথিতে তাঁর ঠোঁট ফেটে গিয়েছে। এই পরিস্থিতিতে তিনি থানায় দ্বারস্থ হলে পুলিশ না কি তাঁকে বলে, বেশিরভাগ এই ধরনের মামলায় আইন মেয়েদের পক্ষে, সুতরাং তাঁকে কোনওরকম সাহায্য করা যাবে না। এই পরিস্থিতিতে পুলিশের উপর ভরসা রাখতে না পেরে তিনি আইনজীবীর দ্বারস্থ হন। তাঁর আইনজীবী অবশ্য জানিয়েছেন, আইনের ছাত্র হিসেবে ঘটনা তাঁর জানা নেই, শুধুই মেয়েদের পক্ষেই আইন থাকবে। দুয়েকটি ব্যতিক্রম আছে ঠিকই, কিন্তু এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন ওই আইনজীবী।
কিন্তু এই পরিস্থিতিতে বাবাকে নিয়ে কোথায় যাবেন এই যুবক? তাদের রাখবেনই বা কোথায়? তাই নিয়ে দিশেহারা তিনি। তবে এই বিষয়ে অভিযুক্ত স্ত্রীর কোন বয়ান মেলেনি।

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version