Sunday, May 4, 2025

মানুষের সেবা না করে নিজের সেবা করলে তৃণমূলে ঠাঁই নেই, কড়া বার্তা ফিরহাদের

Date:

তৃণমূল কংগ্রেসের জন্মই হয়েছে মানুষের হয়ে কাজ করার জন্য। মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানব সেবায় নিয়োজিত হওয়ার জন্য। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। এই নীতি যারা অমান্য করবে, এই নীতি যারা লঙ্ঘন করবে তাদের তৃণমূলে কোনও ঠাঁই নেই। যারা মানুষের সেবা না করে, নিজের সেবায় ব্যস্ত থাকবে, তৃণমূলে তাদের কোনও জায়গা নেই। আজ, রবিবার এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি, দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগে দলের বেশকিছু মাঝারি ও স্থানীস্তরের নেতাকে বহিষ্কার করা হয়েছে। তা নিয়েই বক্তব্য রাখতে গিয়ে এদিন এমন বার্তা দেন ফিরহাদ।

একইসঙ্গে এদিন তিনি আরও একবার কেন্দ্রীয় সরকারকে একহাত নেন। তিনি জানিয়েছেন, আমফান বা করোনা, কোনও ক্ষেত্রেই কেন্দ্রের থেকে টাকা রাজ্য সরকার পাচ্ছে না। আর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রীয় সরকারকে জানালেও কোন লাভ হচ্ছে না বলে এদিন জানান ফিরহাদ হাকিম। তারপরেও বাংলা মাথা উঁচু করে দাঁড়াবে বলে দাবি করেন তিনি। এই প্রসঙ্গে বিবেকানন্দ-রবীন্দ্রনাথের মতো মনীষীদের উদাহরণ টেনে ফিরহাদ বলেন, যে বাংলায় এমন মনীষীরা আছেন, যে বাংলা বিবেকানন্দের শিক্ষায় দীক্ষিত, সেই বাংলা কারও কাছে মাথা নত করবে না।

রবিবার খিদিরপুরের ভূকৈলাশ মাঠে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। সেখানে তিনি জানান, সুপার সাইক্লোন আমফানের ফলে শহর কলকাতার বহু গাছ পড়ে নষ্ট হয়ে গেছে। তাই কলকাতা পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহর কলকাতায় প্রচুর গাছ লাগানো হবে ।ইতিমধ্যে সে কর্মসূচি শুরু হয়ে গেছে। দক্ষিণ কলকাতা থেকে শুরু হয়েছিল এই কর্মসূচি। আজ তার আরেকটি ধাপ এগোলেন ফিরহাদ হাকিম । তিনি আগেও জানিয়েছিলেন, শহরবাসী তার নিজের বাড়িতে, পাড়ায়, অঞ্চলে বেশি করে গাছ লাগান। এই সময় পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগানো খুবই দরকার বলে তিনি জানিয়েছেন।

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version