Sunday, November 9, 2025

মানুষের সেবা না করে নিজের সেবা করলে তৃণমূলে ঠাঁই নেই, কড়া বার্তা ফিরহাদের

Date:

তৃণমূল কংগ্রেসের জন্মই হয়েছে মানুষের হয়ে কাজ করার জন্য। মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানব সেবায় নিয়োজিত হওয়ার জন্য। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। এই নীতি যারা অমান্য করবে, এই নীতি যারা লঙ্ঘন করবে তাদের তৃণমূলে কোনও ঠাঁই নেই। যারা মানুষের সেবা না করে, নিজের সেবায় ব্যস্ত থাকবে, তৃণমূলে তাদের কোনও জায়গা নেই। আজ, রবিবার এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি, দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগে দলের বেশকিছু মাঝারি ও স্থানীস্তরের নেতাকে বহিষ্কার করা হয়েছে। তা নিয়েই বক্তব্য রাখতে গিয়ে এদিন এমন বার্তা দেন ফিরহাদ।

একইসঙ্গে এদিন তিনি আরও একবার কেন্দ্রীয় সরকারকে একহাত নেন। তিনি জানিয়েছেন, আমফান বা করোনা, কোনও ক্ষেত্রেই কেন্দ্রের থেকে টাকা রাজ্য সরকার পাচ্ছে না। আর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রীয় সরকারকে জানালেও কোন লাভ হচ্ছে না বলে এদিন জানান ফিরহাদ হাকিম। তারপরেও বাংলা মাথা উঁচু করে দাঁড়াবে বলে দাবি করেন তিনি। এই প্রসঙ্গে বিবেকানন্দ-রবীন্দ্রনাথের মতো মনীষীদের উদাহরণ টেনে ফিরহাদ বলেন, যে বাংলায় এমন মনীষীরা আছেন, যে বাংলা বিবেকানন্দের শিক্ষায় দীক্ষিত, সেই বাংলা কারও কাছে মাথা নত করবে না।

রবিবার খিদিরপুরের ভূকৈলাশ মাঠে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। সেখানে তিনি জানান, সুপার সাইক্লোন আমফানের ফলে শহর কলকাতার বহু গাছ পড়ে নষ্ট হয়ে গেছে। তাই কলকাতা পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহর কলকাতায় প্রচুর গাছ লাগানো হবে ।ইতিমধ্যে সে কর্মসূচি শুরু হয়ে গেছে। দক্ষিণ কলকাতা থেকে শুরু হয়েছিল এই কর্মসূচি। আজ তার আরেকটি ধাপ এগোলেন ফিরহাদ হাকিম । তিনি আগেও জানিয়েছিলেন, শহরবাসী তার নিজের বাড়িতে, পাড়ায়, অঞ্চলে বেশি করে গাছ লাগান। এই সময় পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগানো খুবই দরকার বলে তিনি জানিয়েছেন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version