Tuesday, May 6, 2025

একা নাগারে তুমুল বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। বঙ্গে গ্রীষ্মে এই ছবি চেনা হলেও বর্ষায় এত বজ্রপাত দেখা যায় না। রবিবার কয়েক ঘণ্টার বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক এলাকা।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, সাধারণত কালবৈশাখীর সময় বড় বড় মেঘ দেখা যায়। কিন্তু বর্ষাকালে এই চিত্র বিরল। কিন্তু কেন প্রবল বজ্রপাত? আবহবিদরা জানাচ্ছেন, বায়ুমণ্ডলের নীচের ও উপরের স্তরে তাপমাত্রার অনেক ফারাক ছিল। ফলে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে মেঘের আকার বেড়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুধু কলকাতা নয়। গাঙ্গেয় বঙ্গের আকাশে একাধিক বজ্রগর্ভ মেঘের জেরে এই বৃষ্টি হয়েছে। এক-একটি মেঘপুঞ্জের উচ্চতা à§­-৯ কিলোমিটার। আর তা থেকেই বৃষ্টির সঙ্গে ঘনঘন বাজ পড়েছে। গণেশকুমার দাস বলেন, “মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ধীরে ধীরে দক্ষিণে আসছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে ঢুকছে মৌসুমি বায়ু। জলীয় বাষ্পপূর্ণ হাওয়া অক্ষরেখার প্রভাবে ঘনীভূত হয়ে বজ্রমেঘ তৈরি করেছে।”

রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আলিপুরে ১৯.৫ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার একাংশেও বৃষ্টিপাত হয়েছে। দেড় ঘণ্টার বৃষ্টিতে দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ড, দমদম ক্যান্টনমেন্ট এবং শহরতলির অন্যান্য এলাকায় অনেক ঘরে ও দোকানে জল ঢুকেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদম, পাতিপুকুর আন্ডারপাস, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, মুক্তারামবাবু স্ট্রিট, উত্তর বন্দর থানা লাগোয়া এলাকা, হাইল্যান্ড পার্ক ও অজয়নগর সার্ভিস রোডে জল জমেছে।

Related articles

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...
Exit mobile version