Sunday, August 24, 2025

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ: বন্যায় প্লাবিত রায়গঞ্জ, পাহাড়ে ধস

Date:

লাগাতার বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের একাধিক নদী ফুলে-ফেঁপে উঠেছে। এর মধ্যে বিপদজনক হয়ে উঠেছে কালজানি ও ডিমা । যার কারণে আলিপুরদুয়ার, ফালাকাটা বেশ কিছু অংশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ভেসে গিয়েছে রায়গঞ্জ। বৃষ্টি ক্ষতির মুখোমুখি হয়েছে ডুয়ার্সের চা বাগানগুলি। ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি বয়ে চলেছে মহানন্দা ও ফুলহার নদীগুলি। জলস্তর বাড়তে শুরু করেছে গঙ্গারও। মালদায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
বন্যায় প্লাবিত রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত ও বাহিন গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। মানুষ ঘরছাড়া। নতুন করে জল ঢুকতে শুরু করেছে আরও কয়েকটি গ্রামে। বাঁধ ফেটে যাওয়ার আতঙ্কে ইটাহার ব্লকের বাড়িওল ঘাট এলাকায় রাত পাহারায় বসেছে গ্রামের বাসিন্দারা। গৌরী ও বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রায় কুড়িটি গ্রাম জলের তলায়। নদীর চেহারা নিয়েছে রাস্তা। ফলে এখন একমাত্র ভরসা নৌকো।
এদিকে, কয়েকদিন ধরে লাগাতার বর্ষণের জেরে বিশাল ধসের কবলে পড়েছে পূর্ব সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। কোন প্রাণহানি না হলেও পাসিংডাং গ্রামে নষ্ট হয়েছে চাষের জমি। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের আগেই এই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে রবিবার ভোরে দুর্যোগে কোনরকম হতাহতের খবর মেলেনি। তবে, রাস্তায় গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়েছে। একাধিক ধসের মংগনের উত্তরে পুর এলাকা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

গত কয়েকদিন ধরে সিকিমের লাগাতার বৃষ্টি চলছে। যার জেরে ধস নেমেছে পূর্ব সিকিমের ডিকচু তে। এনএইচপিসি-র তিস্তা-৫ জলবিদ্যুৎ প্রকল্প-এর ঠিক ওপরের এলাকায় । তবে কোনোও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ । প্রশাসনের তরফে এলাকাগুলোকে সতর্ক করা হয়েছে। কারণ আবহাওয়া দফতর বলছে বৃষ্টির ভ্রুকুটি এখনও কয়েকদিন থাকছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version