Monday, August 25, 2025

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ: বন্যায় প্লাবিত রায়গঞ্জ, পাহাড়ে ধস

Date:

লাগাতার বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের একাধিক নদী ফুলে-ফেঁপে উঠেছে। এর মধ্যে বিপদজনক হয়ে উঠেছে কালজানি ও ডিমা । যার কারণে আলিপুরদুয়ার, ফালাকাটা বেশ কিছু অংশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ভেসে গিয়েছে রায়গঞ্জ। বৃষ্টি ক্ষতির মুখোমুখি হয়েছে ডুয়ার্সের চা বাগানগুলি। ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি বয়ে চলেছে মহানন্দা ও ফুলহার নদীগুলি। জলস্তর বাড়তে শুরু করেছে গঙ্গারও। মালদায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
বন্যায় প্লাবিত রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত ও বাহিন গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। মানুষ ঘরছাড়া। নতুন করে জল ঢুকতে শুরু করেছে আরও কয়েকটি গ্রামে। বাঁধ ফেটে যাওয়ার আতঙ্কে ইটাহার ব্লকের বাড়িওল ঘাট এলাকায় রাত পাহারায় বসেছে গ্রামের বাসিন্দারা। গৌরী ও বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রায় কুড়িটি গ্রাম জলের তলায়। নদীর চেহারা নিয়েছে রাস্তা। ফলে এখন একমাত্র ভরসা নৌকো।
এদিকে, কয়েকদিন ধরে লাগাতার বর্ষণের জেরে বিশাল ধসের কবলে পড়েছে পূর্ব সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। কোন প্রাণহানি না হলেও পাসিংডাং গ্রামে নষ্ট হয়েছে চাষের জমি। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের আগেই এই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে রবিবার ভোরে দুর্যোগে কোনরকম হতাহতের খবর মেলেনি। তবে, রাস্তায় গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়েছে। একাধিক ধসের মংগনের উত্তরে পুর এলাকা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

গত কয়েকদিন ধরে সিকিমের লাগাতার বৃষ্টি চলছে। যার জেরে ধস নেমেছে পূর্ব সিকিমের ডিকচু তে। এনএইচপিসি-র তিস্তা-৫ জলবিদ্যুৎ প্রকল্প-এর ঠিক ওপরের এলাকায় । তবে কোনোও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ । প্রশাসনের তরফে এলাকাগুলোকে সতর্ক করা হয়েছে। কারণ আবহাওয়া দফতর বলছে বৃষ্টির ভ্রুকুটি এখনও কয়েকদিন থাকছে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version