Thursday, May 8, 2025

প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ রোজগার অভিযানে বাংলার নাম না থাকায় ফের সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তিনি বলেন, যে মাপকাঠিতে কেন্দ্র দেশের মধ্যে ছটি রাজ্যের ১১৪ টি জেলাকে এই প্রকল্পের আওতাধীন করেছে, বাংলার কুড়িটি জেলা সেই মাপকাঠিতে তালিকায় অন্তর্ভুক্তির দাবি রাখে। কিন্তু কেন এতে বাংলার নাম নেই? প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল, কোনও জেলায় যদি ২৫ হাজার বা তার বেশি পরিযায়ী শ্রমিক ফিরে আসেন, তাহলে সেই জেলাকে এই আওতায় প্রকল্পের আওতায় আনা হবে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে দেখিয়ে দেন, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় কতজন করে পরিযায়ী শ্রমিক এসেছেন। সেক্ষেত্রে কুড়িটি জেলায় এই প্রকল্পের আওতাধীন হতে পারত।

তিনি বলেন, বাংলার মানুষকে অসম্মান করে, তাঁদেরকে বঞ্চিত করে এই প্রকল্প থেকে বাংলার নাম বাদ দিয়েছে মোদি সরকার। তিনি আরও জানান, কিছুদিন আগেই টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে পাঠাক কেন্দ্র। এক্ষেত্রে তালিকা চাইলে দ্রুত তা পাঠিয়ে দেবে রাজ্য। কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই টুইটের কোনও উত্তরই দেওয়া হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি শাসিত বা তাদের জোট সরকার যেসব রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে, তারাই প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ রোজগার অভিযানের সুবিধা পাচ্ছে। বাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন অভিষেক।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version