Sunday, May 11, 2025

প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ রোজগার অভিযানে বাংলার নাম না থাকায় ফের সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তিনি বলেন, যে মাপকাঠিতে কেন্দ্র দেশের মধ্যে ছটি রাজ্যের ১১৪ টি জেলাকে এই প্রকল্পের আওতাধীন করেছে, বাংলার কুড়িটি জেলা সেই মাপকাঠিতে তালিকায় অন্তর্ভুক্তির দাবি রাখে। কিন্তু কেন এতে বাংলার নাম নেই? প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল, কোনও জেলায় যদি ২৫ হাজার বা তার বেশি পরিযায়ী শ্রমিক ফিরে আসেন, তাহলে সেই জেলাকে এই আওতায় প্রকল্পের আওতায় আনা হবে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে দেখিয়ে দেন, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় কতজন করে পরিযায়ী শ্রমিক এসেছেন। সেক্ষেত্রে কুড়িটি জেলায় এই প্রকল্পের আওতাধীন হতে পারত।

তিনি বলেন, বাংলার মানুষকে অসম্মান করে, তাঁদেরকে বঞ্চিত করে এই প্রকল্প থেকে বাংলার নাম বাদ দিয়েছে মোদি সরকার। তিনি আরও জানান, কিছুদিন আগেই টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে পাঠাক কেন্দ্র। এক্ষেত্রে তালিকা চাইলে দ্রুত তা পাঠিয়ে দেবে রাজ্য। কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই টুইটের কোনও উত্তরই দেওয়া হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি শাসিত বা তাদের জোট সরকার যেসব রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে, তারাই প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ রোজগার অভিযানের সুবিধা পাচ্ছে। বাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন অভিষেক।

Related articles

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান...

ফের পাক প্ররোচনা! সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হামলায় শহিদ BSF সাব ইন্সপেক্টর

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। ৩...

সংঘর্ষ বিরতির পরে আইপিএল-এর ভবিষ্যৎ কী: রবিবার বৈঠকে সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য সাময়িক স্থগিত করা হয়েছিল আইপিএল (IPL)। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া...

উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা!  মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে রাজ্যে বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী...
Exit mobile version