Thursday, August 28, 2025

ভারত চিনের অ্যাপ নিষিদ্ধ করার ‘বদলা’য় নেমেছে বেজিং৷ চিন মোটামুটি দু’ধরনের প্রত্যাঘাতের পথে হেঁটে স্বল্প ও দীর্ঘ মেয়াদের সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে৷

প্রথমত, সমস্ত ভারতীয় নিউজ চ্যানেল এবং মিডিয়া ওয়েবসাইটগুলি আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে চিন৷ তবুও VPN-এর সাহায্য নিয়ে ভারতের চ্যানেলগুলির লাইভ টিভি দেখা যেত৷ এবার সরকারি নির্দেশে VPN-ও ব্লক করেছে চিন৷

দ্বিতীয়ত, চিনের সরকারি সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ স্পষ্ট জানিয়েছে, ভারত সরকারের এই সিদ্ধান্ত ‘আবেগতাড়িত’ এবং ‘শিশুসুলভ’৷ এর ফলে
ভারত নিজের পায়েই কুড়ুল মেরেছে৷ এই পদক্ষেপে ভারতীয় অর্থনীতির ভয়াবহ ক্ষতি হবে৷ সেই ক্ষতি সামলাতে পারবে না ভারত৷ ভবিষ্যতে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আর কোনও স্টার্টআপ সংস্থায় চিনা বিনিয়োগ আসবে না৷

বেজিংয়ের ভারতীয় দূতাবাসের একটি সূত্র জানাচ্ছে, এখন শুধুই IP TV- এর মাধ্যমে ভারতীয় টিভি চ্যানেলগুলি দেখা যাচ্ছে৷ নিষিদ্ধ ঘোষণা করা কোনও ওয়েবসাইট VPN-এর মাধ্যমে দেখা যায়৷ কিন্তু VPN যাতে কাজ না করে তার জন্য অ্যাডভান্সড ফায়ারবল তৈরি করেছে চিন৷ এর ফলে শুধুমাত্র ভারতীয় ওয়েবসাইটই নয়, BBC এবং CNN-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরও ঝাড়াই বাছাই করে সম্প্রচারিত করছে চিন৷
চিন বিরোধী বিক্ষোভ বা এ সংক্রান্ত কোনও খবর এই সংবাদমাধ্যমগুলিতে দেখানো হলেই ততক্ষণাৎ তা ব্ল্যাক আউট হয়ে যায়৷ চিন বিরোধী খবর দেখানো বন্ধ হওয়ার পরই ফের সংবাদমাধ্যমগুলি দেখা যায়৷

গালওয়ানে ভারত এবং চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল৷ তার মাঝেই সোমবার কেন্দ্রীয় সরকার ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং দেশের নিরাপত্তার যুক্তি দিয়ে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে৷ এ ব্যাপারে ভারতের যুক্তি, এই চিনা অ্যাপগুলির সার্ভার ভারতের বাইরে রয়েছে৷ যার মাধ্যমেম ইউজারদের তথ্য চুরি করা হচ্ছে৷
চিন সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া না দিলেও ওদেশের সংবাদমাধ্যম বলছে, আমেরিকাকে নকল করে ভারত এই কাজ করেছে৷

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version