Friday, January 16, 2026

*মন্ত্রিসভা এবং দলে বৃহত্তম রদবদলে মোদি! রাজধানীতে তুমুল জল্পনা*

Date:

Share post:

দিনকয়েকের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং শাসক বিজেপি দলের শীর্ষস্তরে ইদানিং কালের বৃহত্তম রদবদল হতে চলেছে৷ অনেকদিন ধরেই এ ধরনের জল্পনা চলছিলো, এখন আর তা ফেলে রাখতে চাইছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

দিল্লির নির্ভরযোগ্য সূত্রের খবর, প্রথমে দলে বড় ধরনের পরিবর্তন করার পরই রদবদল হবে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ৷

অসমর্থিত সূত্রে আপাতত শোনা যাচ্ছে :

◾ কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েক জন হেভিওয়েট মন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে সরিয়ে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে নিয়ে আসা হচ্ছে৷

◾আসন্ন বিহার নির্বাচনকে মাথায় রেখে মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। তিনি বিহারের ভূমিপুত্র। বিহার বিজেপি’র সাংগঠনিক শীর্ষে বসানো হতে পারে
বর্তমান আইনমন্ত্রীকে৷ পরিস্থিতি অনুসারে ঠিক করা হবে রবিশঙ্কর প্রসাদ-কে বিহার বিজেপি’র ‘মুখ’ করা হবে কি’না৷

◾চিন-সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের ভূমিকায় কার্যত ‘হতাশ’ প্রধানমন্ত্রী৷ এই দুই মন্ত্রকে পরিবর্তন প্রায় নিশ্চিত৷

◾যে প্রত্যাশায় অর্থমন্ত্রী পদে নির্মলা সীতারমনকে আনা হয়েছিলো, তা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি৷
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে নির্মলাকে সরানো হতে পারে পদ থেকে। এবার তিনি সরছেন৷ সম্ভবত অর্থমন্ত্রী পদে বসতে চলেছেন শিল্প-বাণিজ্য ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷

◾দল ও মন্ত্রিসভায় রদবদল নিয়ে প্রধানমন্ত্রী দিনকয়েক আগে কথা বলেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে৷ সেই বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও৷
সূত্রের খবর, এই বৈঠকে
একে একে তলব করা হয়েছিলো একাধিক হেভিওয়েট মন্ত্রীকে৷ অতীতে প্রধানমন্ত্রী বহুবার বলেছেন, পারফরম্যান্স-ই শেষ কথা৷ ঠিক মতো কাজ না করতে পারলে, সরতে হবে৷ জানা গিয়েছে, ওই বৈঠকে এক এক করে হেভিওয়েট মন্ত্রীদের ডেকে এ কথাই ফের বলেছেন প্রধানমন্ত্রী৷

রাজধানীর ক্ষমতার অলিন্দে এখন তুমুল জল্পনা চলছে দুটি নাম নিয়ে৷ প্রথম নাম, অমিত শাহ এবং দ্বিতীয় নাম
নীতিন গড়কড়ি৷ জানা গিয়েছে, আগামী রদবদলে প্রভূত ক্ষমতার অধিকারী হতে চলেছেন শাহ – গড়কড়ি৷ শোনা যাচ্ছে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের এক্তিয়ারের বদল ঘটানো হচ্ছে৷ সীমান্তে চিন, পাকিস্তান, নেপাল- সহ নানা ফ্রন্টেই উত্তেজনা বাড়ছে৷ সীমান্তের উত্তেজনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবেই জড়িত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি৷ এই দুই মন্ত্রক আলাদা হাতে থাকলে কো-অর্ডিনেশনের অভাবে সিদ্ধান্ত নিতে অহেতুক সময় নষ্ট হয়৷ সে কারনেই অন্যরকম কিছু ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে৷ আর সেই দুই বড় দায়িত্বই না’কি পেতে চলেছেন অমিত শাহ এবং
নীতিন গড়কড়ি৷

spot_img

Related articles

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...