Friday, November 14, 2025

“আমাকে তৃণমূলের এত কিসের ভয় ?”- হামলার পরে কটাক্ষ দিলীপ ঘোষের

Date:

সকালে দলীয় কর্মীদের সঙ্গে চা-চক্র ভেস্তে যাওয়ার পরে নতুন বাড়ির সামনেই সাংবাদিক বৈঠক করে শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজারহাটে নতুন বাড়িতে থাকতে যাওয়ার সঙ্গে সঙ্গেই শাসকদল সমস্যা শুরু করেছে। কখনও এনকেডিএ, কখনও হিডকো বা লালবাজারকে দিয়ে নানা ভাবে বাড়ির মালিককে হেনস্থা করা হচ্ছে।

তিনি জানান, বাড়িটি খালি পড়েছিল বলে মালিক তাঁকে থাকতে দেন। প্রতি বছরই দিলীপ ঘোষ বাড়ি বদল করেন। নিরাপত্তাকর্মীদের থাকার অসুবিধা হওয়ায় আগের বাড়িটি বদলে নতুন বড় বাড়িতে গিয়েছেন তিনি।
এদিনের হামলার বিষয়ে তিনি জানান, সকালে তাঁর চা চক্রে বাধা দেওয়া হয়। বিজেপি রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেন, “আমাকে তৃণমূলের এত কিসের ভয় বুঝতে পারছি না।’’ তাঁর অভিযোগ, তিনি যেখানেই থাকছেন, সেখানেই শাসকদলের তরফ থেকে তাঁর ওপর হামলার চেষ্টা হচ্ছে।
যদিও দিলীপ ঘোষের উপর হামলার প্রশ্নই ওঠে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, প্রতিদিনই তাঁর উপর হামলার হচ্ছে বলে শুনি। কিন্তু ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। দিলীপ ঘোষকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই তৃণমূলের।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version