Sunday, August 24, 2025

বনাঞ্চলের জমি অধিগ্রহণ করে চিন সীমান্তে শুরু রাস্তা তৈরির কাজ

Date:

চিনকে চাপে রাখতে নয়া পন্থা ভারতের। সীমান্ত জুড়ে তৈরি হচ্ছে রাস্তা। এই কাজে এবার গঙ্গোত্রি ন্যাশনাল পার্কের ৭০ হেক্টর জমি অধিগ্রহণ করল উত্তরাখন্ড সরকার। মঙ্গলবার ১৫তম স্টেট ওয়াইল্ড লাইফ অ্যাডভাইসারি বোর্ডে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সীমান্ত জুড়ে তৈরি হওয়া তিনটি রাস্তার কাজে গতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই তিনটি রাস্তার মধ্যে রয়েছে উত্তরকাশি জেলা জুড়ে তৈরি হওয়া গরতাং গলি রোড, যা ভারত ও তিব্বতকে জুড়ছে। রাজ্যের বনমন্ত্রী হরক সিং রাওয়াত বলেন, “এই তিনটি রাস্তার কাজে গতি আনা প্রয়োজন। জাতীয় সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।”

প্রথম রাস্তাটি ১১.৮৫ কিমি দীর্ঘ। যা সুমলা থেকে তাংগলা অবধি বিস্তৃত হবে। এর জন্য ৩০.২০ হেক্টর জমি অধিগ্রহণে ছাড়পত্র মিলেছে। দ্বিতীয় রাস্তাটি হলো ৬.২১ কিমি দীর্ঘ। ত্রিপানি থেকে রংগমাচাগর পর্যন্ত যাওয়া যাবে। যার জন্য ১১.২১৮ হেক্টর জমি নেওয়া হয়েছে। তৃতীয় রাস্তাটি ১৭.৬০ কিমি দীর্ঘ, তৈরি হচ্ছে মান্ডি থেকে সাঙ্গচোকলা পর্যন্ত। এজন্য অধিগ্রহণ করা হয়েছে ৩১.৭৬ হেক্টর জমি।

এই তিনটি রাস্তাই আইটিবিপির বেস ক্যাম্পকে চিন সীমান্তের সঙ্গে জুড়ছে। ফলে যাতায়াত অনেক সহজ হবে। এই তিন রাস্তার মাধ্যমে সেনাদের কাছে খাবার, জল, অস্ত্র দ্রুত পৌঁছে দেওয়া যাবে। বর্ডার রোড অর্গানাইজেশনের প্রধান ইঞ্জিনিয়ার বিমল গোস্বামী জানান, “হেলিকপ্টারের সাহায্যে ভারি মেশিন আনা হচ্ছে। মুনসিয়ারি-বাগদিয়ার-মিলাম রোডের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version