Saturday, November 8, 2025

Tiktok ব্যান সম্পর্কে কেন্দ্রের সিদ্ধান্তকে একপ্রকার সমালোচনা করলেন বসিরহাটের সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান।
জাতীয় নিরাপত্তার কথা ভেবে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করলেও, তিনি বলেন, ”এটি নোটবন্দির মতো হঠকারী সিদ্ধান্ত। এর ফলে কাজ হারালেন বহু মানুষ।’’ সিদ্ধান্ত ৷

সীমান্ত উত্তেজনার মধ্যেই চিনের উপর ডিজিটাল স্ট্রাইক ভারতের। টিকটক, Shareit, Cam Scaner,ইউসি ব্রাউজারের মতো ৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে মোদি সরকার। জাতীয় নিরাপত্তার কথা ভেবে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করলেও, বসিরহাটের সাংসদ নুসরত জাহানের মতে এটি নোটবন্দির মতো ‘হঠকারী’ সিদ্ধান্ত ৷ অভিনেত্রী সাংসদের মতে, সরকারের এই সিদ্ধান্তে অনেক তরুণ-তরুণীর রোজগার বন্ধ হয়ে গেল ৷
ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ছিল টিকটক ৷ সেই সোশ্যাল প্ল্যাটফর্মেও ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় ছিলেন নুসরত জাহান ৷ বুধবার ইস্কনের ৪৯তম রথযাত্রা উৎসবে উল্টোরথের আরতিতে যোগ দিতে এসেছিলেন নুসরত ৷ সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈনও ৷ সেখানেই মোদি সরকারের রাতারাতি টিকটক ব্যান সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন সাংসদ অভিনেত্রী ৷ তিনি বলেন, ‘অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই টিকটক আমার কাছে একটি প্লার্টফর্ম ছিল। যাঁর মাধ্যমে ভক্তদের সঙ্গে আমি সংযোগ রাখতাম। যদি দেশের স্বার্থে এই অ্যাপ বন্ধ করা হয়, তাহলে তাতে আমার সমর্থন রয়েছে।’ এতেই শেষ নয়, মোদি সরকারের সিদ্ধান্তের সমালোচনায় নুসরত বলেন, ‘চিনা অ্যাপ ব্যান আসলে কেন্দ্রের আইওয়াশ এবং একটি অত্যন্ত হঠকারী সিদ্ধান্ত ৷’

নেত্রীর মতে, টিকটকের উপর নির্ভর করে তরুণ প্রজন্মের যারা রোজগার করত তাদের রুজি রুটি চলে গেল ৷ বিকল্প পরিকল্পনা ছাড়াই কিভাবে কেন্দ্র এমন সিদ্ধান্ত নিল প্রশ্ন নুসরতের ৷

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version