Thursday, August 28, 2025

Tiktok ব্যান সম্পর্কে কেন্দ্রের সিদ্ধান্তকে একপ্রকার সমালোচনা করলেন বসিরহাটের সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান।
জাতীয় নিরাপত্তার কথা ভেবে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করলেও, তিনি বলেন, ”এটি নোটবন্দির মতো হঠকারী সিদ্ধান্ত। এর ফলে কাজ হারালেন বহু মানুষ।’’ সিদ্ধান্ত ৷

সীমান্ত উত্তেজনার মধ্যেই চিনের উপর ডিজিটাল স্ট্রাইক ভারতের। টিকটক, Shareit, Cam Scaner,ইউসি ব্রাউজারের মতো ৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে মোদি সরকার। জাতীয় নিরাপত্তার কথা ভেবে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করলেও, বসিরহাটের সাংসদ নুসরত জাহানের মতে এটি নোটবন্দির মতো ‘হঠকারী’ সিদ্ধান্ত ৷ অভিনেত্রী সাংসদের মতে, সরকারের এই সিদ্ধান্তে অনেক তরুণ-তরুণীর রোজগার বন্ধ হয়ে গেল ৷
ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ছিল টিকটক ৷ সেই সোশ্যাল প্ল্যাটফর্মেও ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় ছিলেন নুসরত জাহান ৷ বুধবার ইস্কনের ৪৯তম রথযাত্রা উৎসবে উল্টোরথের আরতিতে যোগ দিতে এসেছিলেন নুসরত ৷ সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈনও ৷ সেখানেই মোদি সরকারের রাতারাতি টিকটক ব্যান সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন সাংসদ অভিনেত্রী ৷ তিনি বলেন, ‘অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই টিকটক আমার কাছে একটি প্লার্টফর্ম ছিল। যাঁর মাধ্যমে ভক্তদের সঙ্গে আমি সংযোগ রাখতাম। যদি দেশের স্বার্থে এই অ্যাপ বন্ধ করা হয়, তাহলে তাতে আমার সমর্থন রয়েছে।’ এতেই শেষ নয়, মোদি সরকারের সিদ্ধান্তের সমালোচনায় নুসরত বলেন, ‘চিনা অ্যাপ ব্যান আসলে কেন্দ্রের আইওয়াশ এবং একটি অত্যন্ত হঠকারী সিদ্ধান্ত ৷’

নেত্রীর মতে, টিকটকের উপর নির্ভর করে তরুণ প্রজন্মের যারা রোজগার করত তাদের রুজি রুটি চলে গেল ৷ বিকল্প পরিকল্পনা ছাড়াই কিভাবে কেন্দ্র এমন সিদ্ধান্ত নিল প্রশ্ন নুসরতের ৷

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version