করোনা আবহে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা চিকিৎসকদের অভিনন্দন জানাতে অভিনব উদ্যোগ ইন্ডিগো উড়ান সংস্থার। দেশের করোনা যোদ্ধা চিকিৎসকদের জন্য বিমান যাত্রায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা করল ইন্ডিগো। চিকিৎসকদের সম্মান জানাতে ‘টাফ কুকি’ নামাঙ্কিত প্রকল্প এনেছে ইন্ডিগো।
সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২০ সালের ডিসেম্বর মাস অবধি চিকিৎসক ও নার্সদের বিমান ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ” ইন্ডিগোর ওয়েবসাইট থেকে টিকিট কাটলে এই বিশেষ ছাড় পাওয়া যাবে। চলতি বছরের ডিসেম্বরের 31 তারিখ অবধি এই ছাড় দেওয়া হবে। এই বিশেষ অফার গ্রহণ করার জন্য চিকিৎসক ও নার্সদের বিমানে চেক ইন করার সময় পরিচয়পত্র হিসেবে নিজেদের হাসপাতালের পরিচয়পত্র বা আইডি কার্ড দেখাতে হবে। ”
যাত্রীদের মনোবল বাড়াতে ও উৎসাহ দিতে চেক- ইনপয়েন্টে একটি কুকির কৌটো দেওয়া থেকে শুরু করে বোর্ডিং গেটে ও বিমানের ভিতরে স্বাগত জানাতে শুভেচ্ছা বার্তা দেওয়া এবং PPE-তে ‘টাফ কুকি’র স্টিকার লাগানো হবে।
করোনা যোদ্ধা চিকিৎসক ও নার্সদের কুর্নিশ ইন্ডিগোর, বিমান যাত্রায় ২৫ শতাংশ ছাড়
Date:
Share post: