Sunday, November 16, 2025

প্রাতঃভ্রমণে গিয়েছিলেন, ইকো পার্কে ঢুকতে বাধা দিলীপকে! তারপর?

Date:

মাঝে মাত্র একদিনের ব্যবধান। ফের প্রাতঃভ্রমণে বেরিয়ে বাধার সম্মুখীন হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ, শুক্রবার সকালে ইকো পার্কে তিনি ঢোকার চেষ্টা করলে সেখানকার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা দিলীপ ঘোষকে বাধা দেন বলে অভিযোগ। এর আগে বুধবার নিউটাউনে প্রাতঃভ্রমণের পর চা-চক্রে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয়েছিল। যা নিয়ে জোর রাজনৈতিক চাপানউতর হয়েছিল। সেই ঘটনার কয়েক ঘন্টা

কাটতে না কাটতেই ফের বাধার মুখে রাজ্য বিজেপি সভাপতি। যা নিয়ে এদিন ইকো পার্কের বাইরে তুমুল উত্তেজনা ছড়ায়।

এদিন বিজেপি রাজ্য সভাপতি ঠিক করেছিলেন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারবেন। কিন্তু বাধা পাওয়ায় তিনি ফিরে যেতে বাধ্য হন। ওই সময় রাজ্য বিজেপি সভাপতির অনুগামীদের সঙ্গে কিছুটা বচসা তৈরি হয় ইকো পার্কের নিরাপত্তা কর্মীদের।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ প্রশ্ন তুলে বলেন, “আনলক ফেজ-টু শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজে মর্নিং ওয়াকের জন্য ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে ছিলেন। আমি সরকারি নিয়ম মেনেই ইকো পার্কে মর্নিং ওয়াক করতে এসেছি। তাহলে বাধা কীসের জন্য?”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আসলে তৃণমূল ভয় দেখানোর রাজনীতি করছে। নিজেদের বিপদ আন্দাজ করেই বাংলায় নোংরা রাজনীতি আমদানি করেছে শাষকদল। আমরা চা খাব কি না, কোথায় খাব, বা কোথায় যাব, তা তৃণমূলের গুন্ডারা ঠিক করে দেবে? এটা চলতে পারে না। যারা সমাজবিরোধীদের ভাষায় কথা বলে তাদের সেভাবেই জবাব দিতে হবে।”

এরপর কেষ্টপুরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখান থেকে তিনি ফের হুমকির সুরে বলেন, “সব হিসাব রাখছি। হামলার জবাব ঠিক সময়েই দেব।”

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version