লাদাখে নজর রাখতে গিয়ে চিনের কাছে এখন ৮৩ টন জাল সোনার বাট!

এবার ৮৩ টন জাল সোনার বাট চিনের জিনপিং সরকারের ঝুলিতে। বিশ্বের বড় সোনা জালিয়াতি ফাঁস হয়ে গেল চিনে।

৮৩টন জাল সোনার বাট দিয়ে ১৬০০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ নেওয়ার অভিযোগ কিংগোল্ড নামে চিনের সবচেয়ে বড় গয়না প্রস্তুত কারী সংস্থা। দেখা গিয়েছে ৮৬ টন সোনার বাট আসলে তামার তৈরি। যে পরিমান টাকা তারা নিয়ে গিয়েছে তা দেশের মোট সোনা মজুতের ৪.২ শতাংশ এবং গোটা দেশের মোট সোনা উৎপাদনের ২২ শতাংশ। জানা গিয়েছে, চিনের মোট সোনা সঞ্চয়ের চার শতাংশই এখন নকল। এবার কোষাগার সামাল দিতেই হিমশিম অবস্থা জিনপিংয়ের। তার ওপর আবার বাণিজ্যিক সংঘাতও রয়েছেই একাধিক দেশের সঙ্গে।

Previous articleলাদাখে মোদির সফর নিয়ে কী প্রতিক্রিয়া চিনের?
Next articleবিদেশে আটকে পড়া ৩০ হাজার ভারতীয়কে দেশে ফেরাল SpiceJet