Wednesday, November 12, 2025

লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখতে হঠাৎ শুক্রবার প্রধানমন্ত্রী লেহ-তে পৌঁছানোর পরই স্পষ্ট হলো কেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান এম এম নারভনে’র এদিনের প্রস্তাবিত লাদাখ সফর বাতিল করা হয়েছে৷ এবং একইসঙ্গে ইঙ্গিত মিলছে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর সমন্বয় বা কো-অর্ডিনেশন ইদানিং সুস্থ জায়গায় নেই৷

বৃহস্পতিবার বেলার দিকে দিল্লি থেকে প্রথম জানা যায়, সীমান্তের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার লাদাখ যাবেন সেনাপ্রধান এম এম নারভনেকে সঙ্গে নিয়ে৷ সেই মতো দুই শীর্ষকর্তা প্রস্তুতিও নিচ্ছিলেন৷

এটা নিশ্চিত, ততক্ষণে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর শুক্রবারের সীমান্ত সফরের কর্মসূচি স্থির হয়ে গিয়েছিলো৷ কিন্তু এত বড় কথাটা জানতেন না দেশের প্রতিরক্ষামন্ত্রী এবং দেশের সেনাপ্রধান৷ জানা থাকলে, ওই একই দিনে তাঁরা আলাদাভাবে লাদাখ যাওয়ার ঘোষণাই করতেন না৷ আর এটা হয়েছে পুরোপুরি সমন্বয়ের অভাবেই৷ যে মুহুর্তে প্রধানমন্ত্রীর কানে যায়, তাঁর সীমান্ত সফরের দিনেই রাজনাথ- নারভনে লাদাখ সফরের ঘোষণা করেছেন, তখনই প্রধানমন্ত্রীর নির্দেশে দু’জনের কাছেই বার্তা যায় সফর স্থগিত করার৷ ওই বার্তা মেনে বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় রাজনাথ সিংয়ের প্রস্তাবিত লাদাখ সফর আপাতত স্থগিত করা হলো৷ দেশের সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শুক্রবারের সফর হচ্ছে না৷ গত ৫ মে থেকে দুই প্রতিবেশী দেশের সীমান্ত বিবাদ নতুন করে শুরু হওয়ার পর এটাই ছিল প্রতিরক্ষামন্ত্রীর প্রস্তাবিত প্রথম সফর। কিন্তু হঠাৎই বাতিল করা হয় এই সফর৷ সফর বাতিল করার কথা জানানো হলেও ঠিক কী কারণে সফর স্থগিত, তা বৃহস্পতিবার সরকারিভাবে বলা হয়নি৷ কারন হিসেবে শুধু বলা হয়, প্রতিরক্ষামন্ত্রীর লাদাখ সফর পুনর্নির্ধারিত হবে। এ ঘটনায় রাজধানীতে জল্পনা তৈরি হয়েছে৷ একাধিক অসমর্থিত সূত্রে খবর ভেসে ওঠে, প্রতিরক্ষামন্ত্রক থেকে সরতে হতে পারে রাজনাথ সিংকে৷ দিনকয়েকের মধ্যেই না’কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করবেন প্রধানমন্ত্রী৷ সে কারনেই রাজনাথকে সীমান্তে যেতে নিষেধ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী যেদিন নিজে যাচ্ছেন সীমান্তে, সেদিনই রাজনাথ আলাদাভাবে সীমান্তে যাওয়ার ঘোষণা করবেন, এতখানি মূর্খ কোনও মন্ত্রীই নন৷ প্রধানমন্ত্রীর সফরসূচি নিশ্চিতভাবেই গোপনীয়, কিন্তু এতটাও গোপনীয় নয়, যা প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধানও জানতে পারবেন না৷

শুক্রবার সকালে জানা যায়, প্রধানমন্ত্রী নিজেই পৌঁছে গিয়েছেন চিন সীমান্তে৷ বলা হচ্ছে,
উত্তপ্ত পরিস্থিতিতে ‘বার্তা’ দিতেই না’কি লাদাখে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ সেনাবাহিনীর মনোবল বাড়াতে সাতসকালেই সীমান্তে পৌঁছেছেন মোদি। এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন আছে তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথাও বলেন তিনি। শুনেছেন সেনার কথা৷ একইসঙ্গে সামরিক হাসপাতালে আহত সেনা জওয়ানদের সঙ্গে দেখাও করেছেন মোদি৷ প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এবং তখনই ফাঁস হয় রাজনাথের সীমান্ত-সফর বাতিল হওয়ার রহস্য ৷

সীমান্তে যখন যুদ্ধের আবহ, তখন সেনাদের মনোবল বাড়াতে হাজারবার প্রধানমন্ত্রী লেহ-লাদাখ যেতে পারেন৷
কিন্তু তাঁর এই গুরুত্বপূর্ন সফরের কথা কয়েকঘন্টা আগেও প্রতিরক্ষামন্ত্রী বা দেশের সেনাপ্রধান জানবেন না, এটা কিছুতেই স্বাভাবিক ঘটনা হতে পারেনা৷

আপাতত এই জল্পনাই এখন দেশজুড়ে ৷

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version