হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় আপাতত অনেকটাই সুস্থ ও স্থিতিশীল। কোভিডে আক্রান্ত হওয়ার পর লকেট বেসরকারি হাসপাতালে ভর্তি হন। রাখা হয় আইসিইউতে। রবিবার তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়। কথা বলছেন। স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন। তবে আপাতত কয়েকদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্বাভাবিক কাজকর্মে ফিরতে অন্তত তিন সপ্তাহ লাগবে।
