Saturday, May 17, 2025

বাবা দেশের শীর্ষস্তরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দিল্লির ক্রিকেটের বিতর্কিত প্রশাসক ছিলেন৷

এবার বাবার পথ ধরেই মাঠ-রাজনীতিতে পা রাখছেন রোহন জেটলি, প্রয়াত অরুণ জেটলির পুত্র৷ শোনা যাচ্ছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা DDCA-এর আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন রোহন।
অরুণ জেটলি দিল্লি ক্রিকেট সংস্থায় ১০বছর সভাপতি ছিলেন৷ BCCI-এর সহ-সভাপতিও ছিলেন৷ যদিও DDCA-তে থাকাকালীন অরুণ জেটলির বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে, যা পরে প্রমাণিত হয়নি। জেটলির মৃত্যুর পর তাঁর নাম অনুসারে দিল্লির বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণও করা হয়।
এবার রোহনও বাবার মতো দিল্লি ক্রিকেটের শীর্ষ পদে বসতে চাইছেন।
সূত্রের খবর, দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা DDCA পরবর্তী নির্বাচনে সভাপতি পদের জন্য লড়তে চলেছেন রোহন। DDCA-এ এখনও অরুণ জেটলির বহু অনুগামী আছেন। তাঁরা চাইছেন রোহনই এবার সংস্থার হাল ধরুন। অরুণ জেটলির অনুগামীরাই রোহনকে রাজি করিয়েছেন DDCA-এর নির্বাচনে দাঁড়াতে। রোহন নিজেও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, “দিল্লির ক্রিকেট সংস্থার নির্বাচনে দাঁড়াতে আমার কোনও আপত্তি নেই।” DDCA-এর কর্তারাও রোহনকে সমর্থন করেছেন। সংস্থার যুগ্ম-সচিব রঞ্জন মনচন্দা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, DDCA এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রোহনের মতো কাউকেই এর নেতৃত্বে প্রয়োজন। অরুণ জেটলির ছেলে আগ্রহী হলে তিনি বিনা ভোটেই জিতবেন। DDCA সূত্রের খবর, সব ঠিক থাকলে রোহন জেটলির দিল্লির ক্রিকেট সংস্থার প্রধান হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version