Sunday, November 9, 2025

অনেক ওয়েব সাইট খুলেছে, সেগুলো উঠেও গেছে, দিলীপকে কটাক্ষ পার্থর

Date:

“ভারতের প্রধানমন্ত্রী তো দূরের কথা, দেশের কোনও রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী নেই, এমনকী কোনও আধিকারিক নেই যিনি বাংলার মুখ্যমন্ত্রীর মতো বুক আগলে করোনা পরিস্থিতিতে মানুষের সেবা করেছেন। মুখ্যমন্ত্রী যখন মানুষের সেবায় ব্যস্ত, তখন বিরোধীরা কুৎসা করে বেড়াচ্ছে।” আজ, সোমবার এমনই মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের “দিদিকে বলো”-এর অনুকরণে আমফান দুর্গতদের জন্য নতুন ওয়েব সাইট খুলেছে রাজ্য বিজেপি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষকে কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ওরকম অনেজ ওয়েব সাইট-অনেক পেজ খুলেছে, আবার সেগুলো উঠেও গেছে। মানুষ জানে, করা তাদের প্রকৃত বন্ধু।”

এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্যপালকে নিয়ে আমি কোনও মন্তব্য করবো না। ওনাকে নিয়ে আমি ক্লান্ত। উনি রাজভবনে রাজনৈতিক কর্মসূচি করে প্রচারের আলোয় আসতে চাইছেন।”

দেশজুড়ে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি ও কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এদিন বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি জানান, করোনা পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার মুনাফা লাভের আশায় সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করছে। এই পরিস্থিতিতে তৃণমূলের কাজ মানুষকে সেবা করা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version