Friday, August 29, 2025

টাকা দিতে অপারগ রোগীর পরিবার, ট্র্যাকশন খুলে ক্ষোভ উগরে দিলেন আয়া

Date:

রোগীর পরিবারের কাছে টাকা দাবি করেছিলেন তিনি। কিন্তু সেই দাবি মেটেনি। তাই অপারেশনের পর টেনে হিঁচড়ে খুলে দেওয়া হলো রোগীর পায়ের ট্র্যাকশন। তাতে যন্ত্রণায় কাতরাতে থাকেন রোগী। যদিও কর্ণপাত করেননি অভিযুক্ত আয়া। ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই ওই আয়াকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।

গাছ থেকে পড়ে গিয়ে বাঁ পা ভেঙে গিয়েছিল বর্ধমান ১ নম্বর ব্লকের সিজেপাড়ার বাসিন্দা সেখ আনোয়ারের। এরপর তাঁকে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তৎক্ষণাৎ তাঁর অপারেশন করা হয়। এরপর সিবিএস মেল ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। অপারেশন হওয়া পা ট্র‍্যাকশন দিয়ে ঝুলিয়ে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই ওয়ার্ডের আয়া মানা মহন্ত তা লাগিয়ে দেন। এই কাজের জন্য রোগী পরিবারের থেকে ২০০ টাকা দাবি করেন তিনি।

তবে হতদরিদ্র ওই পরিবার সেই দাবি মেটাতে পারেনি। শুরু হয় বচসা। শেষমেষ ১০০ টাকা দিতে রাজি হন পরিবারের সদস্যরা। কিন্তু তাতেও রাজি হননি ওই আয়া। ক্ষোভ উগরে দিতে রোগীর অপারেশন হওয়া পা থেকে টেনে হিঁচড়ে ট্র্যাকশন খুলে দেব তিনি। ঘটনায় রোগীর ভাই শেখ রাজু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রবীর সেনগুপ্ত জানান, “রোগীর সঙ্গে এই আচরণ সত্যি দুর্ভাগ্যজনক। আমরা অভিযুক্ত আয়াকে সাসপেন্ড করেছি।’’ এদিকে মঙ্গলবার অভিযুক্ত আয়া মানা সামন্ত হাসপাতালে যান ক্ষমা চাইতে। যদিও কোনও আধিকারিকের সঙ্গে তাঁর দেখা হয়নি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version