Monday, May 5, 2025

ফের শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। আত্মঘাতী হলেন এক অভিনেতা। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটেনি এখনও। এবার আত্মঘাতী হলেন আরও এক জনপ্রিয় অভিনেতা।

আত্মহত্যা করলেন কন্নড় অভিনেতা সুশীল গৌড়া। মান্ডিয়ায় তাঁর বাড়িতেই আত্মঘাতী হন তিনি। মাত্র ৩০ বছর বয়সে তিনি চলে গেলেন। যদিও এখনও পর্যন্ত তাঁর আত্মহত্যার কোনও স্পষ্ট কারণ জানা যায়নি। তাঁর মৃত্যুতে রীতিমত অবাক তাঁর ভক্ত ও সহকর্মীরা।
অন্তপুরা নামে একটি দক্ষিণী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুশী গৌড়া। তাঁর সহ অভিনেত্রী অমিতা রঙ্গনাথ এদিন সুশীলের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সুশীল নেই। ও খুবই নরম মনের ছেলে ছিল আর ঠাণ্ডা মাথার, মেজাজ হারাত না কোনোদিনই। এত তাড়াতাড়ি ও চলে গেল শুনে আমি মর্মাহত।’
অন্তপুরা সিরিয়ালের পরিচালক অরবিন্দ কৌশিকও সুশীলের মৃত্যুতে ফেসবুক পেজে শোকপ্রকাশ করেছেন।

সূত্রের খবর, মঙ্গলবারই আত্মহত্যা করেন সুশীল গৌড়া। অভিনেতা ছাড়াও ফিটনেস ট্রেনার ছিলেন তিনি। উল্লেখ্য, গত মাসেই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী সারজা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মাত্র ৩৯ এই চলে যান অভিনেতা। কন্নড় অভিনেতা অর্জুন সারজার নিকটাত্মীয় ছিলেন তিনি। তাঁর ভাইয়ের নাম ধ্রুব সারজা। প্রবীণ অভিনেতা শক্তি প্রসাদের নাতি ছিলেন তিনি।সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার ইন্ডাস্ট্রি হারাল তার প্রিয়জনকে। অনেক অভিনেতা, অভিনেত্রীই সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন সুশীলের পরিবারকে। দুনিয়া বিজয়, যিনি সুশীলের সঙ্গে অভিনয় করেছেন সালাগা-তে তিনিও একটি অনেক কথা লিখেছেন সুশীলের স্মৃতিতে। তাঁদের শ্যুটিং এর দিনের স্মৃতিচারণ করেছেন। কেন অভিনেতা এই চরম পথ বেছে নিলেন, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version