Thursday, May 15, 2025

খুন হওয়ার আগে গাড়ির নম্বর লিখেছিলেন হাতে, কনস্টেবলের বুদ্ধির প্রশংসা হরিয়ানা পুলিশের

Date:

এখনও অধরা কানপুরের ৮ পুলিশকর্মী খুনের ঘটনার দুষ্কৃতীরা। তবে হরিয়ানার দুই পুলিশকর্মী খুনের ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। শুধুমাত্র মৃত কনস্টেবলের বুদ্ধির জেরে। ওই কনস্টেবলের নাম রবীন্দ্র সিং। তাঁর নাম মরণোত্তর পুরস্কারের জন্য সুপারিশ করবে হরিয়ানা পুলিশ।

গত ৩০ জুন মঙ্গলবার, সোনিপত-জিন্দ রোডের উপর দাঁড় করানো গাড়ির মধ্যে মদ্যপান করছিল ৬ জন। বুতানা থানার পুলিশ তাদের বাধা দিতেই শুরু হয় বচসা ও হাতাহাতি। ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করে দুষ্কৃতীরা। সেই আঘাতেই মৃত্যু হয় স্পেশাল পুলিশ অফিসার কাপ্তান সিং এবং কনস্টেবল রবীন্দ্র সিংয়ের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই খুনের পর দুষ্কৃতীরা গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

মৃতদেহের ময়নাতদন্তের সময় চিকিৎসকরা রবীন্দ্র সিংয়ের হাতে কিছু অক্ষর ও নম্বর লেখা রয়েছে দেখতে পান। পুলিশকে এই বিষয় জানানোর পর তদন্তকারীরা অফিসাররা বোঝেন ওই অক্ষর ও নম্বর দুষ্কৃতীদের গাড়ির নম্বর। এর পর ওই গাড়ির সূত্র ধরে খোঁজ শুরু অভিযুক্তদের। আর তাতেই মঙ্গলবার পুলিশের জালে ধরা পড়ে পাঁচ অভিযুক্ত। ঘটনার দিনই পুলিশের গুলিতে নিহত হয়েছিল এক দুষ্কৃতী।

Related articles

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...

যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) যাত্রা আপাতত পিছিয়ে গেল। ২৯ মে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে রওনা...
Exit mobile version