Wednesday, August 27, 2025

সিলেবাসের ভার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই এবং সিআইএসসিই। আগেই সিলেবাস কমানোর কথা ঘোষণা করেছিল সিআইএসসিই। একই পথে হেঁটেছে সিবিএসই। মঙ্গবার সংশ্লিষ্ট বোর্ড জানিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৩০ শতাংশ সিলেবাস কমানো হবে। এই অবস্থায় রাজ্য কী ভাবছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এই বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, “এইভাবে শতাংশ হিসেবে সিলেবাস কমানো যায় না। এমনভাবে সিলেবাস কমাতে হবে যাতে পড়ুয়া একাদশ-দ্বাদশ নিতে গিয়ে হাবুডুবু না খায়। আবার একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখতে হবে। যাতে পরবর্তীকালে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন সমস্যায় না পড়ে। শুধুমাত্র কনটেন্ট কমিয়ে দেওয়ার পদ্ধতিতে আমরা রাজি নই।” প্রতিটি বিষয়ের অংশ রেখেই তার মধ্যে থেকে সিলেবাস কমানোর ভাবনা শুরু হয়েছে বলে জানান তিনি। আপাতত প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে। জানা গিয়েছে, এই বিষয়ে শিক্ষাবিদদের পরামর্শ নেবে সিলেবাস কমিটি।

প্রসঙ্গত, মার্চ মাস থেকে শুরু হয়েছে লকডাউন। নবম এবং দশম শ্রেণীর শিক্ষাবর্ষ শুরু হয়েছে জানুয়ারি মাসে। মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছে পড়ুয়ারা। অন্যদিকে, অন্যান্য বছর এই সময়ের মধ্যেই একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে তা হয়নি। একইভাবে দ্বাদশ শ্রেণীর ক্লাসও শুরু হয়ে যায়। কিন্তু চলতি শিক্ষাবর্ষে তা সম্ভব হয়নি। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও বলা যাচ্ছে না। এই অবস্থায় দিশা পাচ্ছে না পড়ুয়ারা। তাই এবার সিলেবাস কমানোর প্রাথমিক ভাবনা শুরু করেছে সিলেবাস কমিটি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version