Thursday, November 13, 2025

সৌরভের রাজনীতিতে আসা নিয়ে ডোনার বিস্ফোরণ, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

Date:

সৌরভ যদি রাজনীতিতে যোগ দেয়, তাহলে আশা করছি, হি উইল ফিনিশ দ্য টপ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিনে এই মন্তব্য করে জল্পনা উসকে দিলেন স্ত্রী ডোনা গাঙ্গুলী। এমনিতেই রাজনৈতিক মহলের খবর ছিল, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সৌরভকে দলের মুখ করতে পারে। ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ সেই খবর এক্সক্লুসিভ প্রকাশিত হয়েছিল। দেশের কোনও মিডিয়ায় সেই প্রথম খবর। সেই খবরের ভিত্তিকে আরও জোরদার করলেন সৌরভের নৃত্যশিল্পী স্ত্রী। যদিও এ কথা বলার সঙ্গে সঙ্গে ডোনা জানাতে ভোলেননি, এমন সিদ্ধান্ত সৌরভ নিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু ও যে পিচেই খেলুক না কেন, সেই পিচেই সেরা হয়।

সৌরভ মানেই কঠিন পিচে শুরু। তারপর সেখানেই রাজত্ব এবং মহারাজ। ১৯৯২তে বাদ পড়ার পর ১৯৯৬তে কামব্যাক। ২০০০ সালে ম্যাচ ফিক্সংয়ের আবহাওয়ায় দলের অধিনায়কত্ব। ছাড়লেন যখন টানা ৫ বছরের বেশি কোনও ভারতীয় ক্রিকেটারের অধিনায়ক থাকা সেই প্রথম। আর অসাধারণ সব সাফল্য আর টিম ইন্ডিয়া তৈরি। তারপর দল থেকে বাদ পড়া। ফিরলেন। রাজার মতো। অবসরও রাজার মতো। তারপর রিয়েলিটি শোতে হাত দেওয়া। যখন শুরু করেন, তখন খামতি চোখে পড়ত সকলের। আর এই এক বছর আগেও তাঁর এপিসোড দেখতে খোকা-বুড়ো টিভির সামনে। ২০১৬তে সিএবি প্রেসিডেন্ট। ইডেন দেখল প্রশাসক। যার প্যারালাল কেউ নেই। তুলনা একমাত্র জগমোহন ডালমিয়ার সঙ্গে। ২০১৯-এ একেবারে বোর্ড প্রেসিডেন্ট। কেউ কেউ বলছেন আইসিসি প্রেসিডেন্ট হোন। সৌরভ হ্যাঁ-না কিছু বলার আগেই সমর্থন করার বার্তা আসতে চলেছে। আর রাজনীতি? স্ত্রী ডোনা সরাসরি স্বীকার করেননি। ঘুরিয়ে বলছেন, তবে ও যদি রাজনীতিতে আসে তাহলে শীর্ষে থাকার জন্যই করবে। খেলা বা অন্য কাজের মতো এখানেও ও শীর্ষে থাকবে। অর্থাৎ রাজনীতিতে আসার সম্ভাবনা যে খোলা রাখছেন সৌরভ, তা ডোনার কথাতেই স্পষ্ট। বিজেপির একটি সূত্র থেকে খবর ছিল, বাংলার মহারাজকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করেই বিজেপি নামতে চাইছে লড়াইতে। একেবারে শীর্ষ মহল সেইরকমই চাইছে। দেখার বিষয় রাজনীতির পিচে ‘দাদা’ কবে ব্যাট করতে নামেন। কারণ, এ প্রশ্নের উত্তর সৌরভ এখনও ‘ডাক’ করেই চলেছেন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version