Friday, August 29, 2025

উত্তরবঙ্গে তৃণমূলের অস্বস্তি কিছুতেই কাটছে না ৷

দিনদুয়েক আগে কোচবিহারে দলীয় সভা চলাকালীন ঘটে তুমুল গোষ্ঠীকোন্দলের ঘটনা৷ আর বুধবার আরও ‘বড়’ ঘটনা জলপাইগুড়িতে।

এদিন শুধু বিক্ষোভ দেখানো নয়, দুই মন্ত্রীকে কার্যত আটকে রেখেই বেনজির বিক্ষোভ হয়েছে জলপাইগুড়ি তৃণমূলের জেলা দফতরে৷ দলীয় কার্যালয়ে ছিলেন তিন মন্ত্রী৷ তৃণমূল কর্মীদের বিক্ষোভ শুরু হওয়ামাত্রই
কোনও রকমে মন্ত্রী গৌতম দেব জেলা দফতর থেকে বেরিয়ে যেতে পারলেও আটকে পড়েন অন্য দুই মন্ত্রী, অরূপ বিশ্বাস এবং মলয় ঘটক। দফতর ঘিরে ওই দুই মন্ত্রীকে আটকে রেখে তৃণমূল কর্মীদের গলায় তখন চড়া স্লোগান, “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। শুভেন্দু অধিকারি জিন্দাবাদ”। “শুভেন্দু অধিকারির নেতৃত্বে ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস চলছে চলবে”৷ সমানে চলে তুমুল চিৎকার। দুই গোষ্ঠীর নেতারা একে অন্যকে ঠেলাঠেলি করতে থাকেন৷ সব ঘটনাই বসে থেকে দেখলেন দুই মন্ত্রী৷ মন্ত্রীদের জেলা দফতরে আটকে রেখেই ব্লক স্তরের কমিটি গঠন নিয়ে তুলকালাম কাণ্ড চলে৷ রাস্তাতেও তখন চলছে মন্ত্রীদের বিরুদ্ধে স্লোগান৷ শুরু হয়ে যায় অবস্থান বিক্ষোভও। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দৌঁড়ে ঘটনাস্থলে হাজির হন উচ্চপদস্থ পুলিশ কর্তারাও। কিন্তু তাতেও কাজ হয়না৷ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের পুরোদমে বিক্ষোভ চলে৷

এদিন রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব ও মলয় ঘটকের উপস্থিতিতে প্রায় এক বছর পর তৃণমুলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন তিন মন্ত্রী।
পরে সাংবাদিক বৈঠক করে সেই কমিটি ঘোষণা করা মাত্রই অগ্নিগর্ভ হয়ে ওঠে জেলা দফতর। জানা গিয়েছে, ময়নাগুড়ির ব্লক সভাপতি হিসেবে মনোজ রায়ের নাম ঘোষণা হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ময়নাগুড়ির তৃণমূল নেতা ডালিম রায়ের অনুগামীরা। তাঁরা চিৎকার করে বলতে শুরু করেন, দলে টাকা দিয়ে পদ কেনাবেচা হচ্ছে। এটা তাঁরা মেনে নেবেন না। ডালিম রায়ের গোষ্ঠীর লোকজন বলতে থাকে, “দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানা হচ্ছে না। যেমন খুশি তেমন দল চলছে। এটা আমরা মেনে নেব না।” তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক অনন্ত দেব অধিকারীর বিরুদ্ধেও। ডালিম গোষ্ঠীর বক্তব্য, “এই বিধায়ক দু’দিন আগেও ইনকিলাব জিন্দাবাদ বলতেন। আজ তিনি আরএসএসকে সাহায্য করছেন।” পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়৷ তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হন।
অরূপ বিশ্বাস অনেক দিন ধরেই দলের তরফে জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক। লোকসভা ভোটে জলপাইগুড়িতে হারের পর দলীয় বৈঠকে দিদির ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল তাঁকে৷ তখনই মলয় ঘটককেও পর্যবেক্ষক হিসাবে জুড়ে দেওয়া হয়৷ আর এদিনের ঘটনার পর দলের অন্দরে তাঁর অস্বস্তি বৃদ্ধি পাওয়ারই আশঙ্কা৷

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version