Sunday, November 9, 2025

Big Breaking: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

Date:

বর্তমান পরিস্থিতিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে আপত্তি জানাল রাজ্য। ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাধ্যতামূলক ভাবে নিতে হবে বলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই বিষয় নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এর প্রেক্ষিতে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য।

রাজ্যের উচ্চশিক্ষা সচিব মনীশ জৈন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের শিক্ষা সচিবকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রাজ্যের বহু ছাত্রছাত্রীদের কাছে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ নেই। তাই অনলাইন পরীক্ষার ক্ষেত্রে সমস্যা হবে। ট্রেন চলছে না। বহু শিক্ষাপ্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের জেরে বিপুল ক্ষতি হয়েছে। পাশাপাশি অভিভাবকরা সরকারকে জানিয়েছে এই অবস্থায় পরীক্ষা না নিতে। তাই কেন্দ্রীয় সরকার তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। ছাত্রদের স্বার্থে পর্যালোচনা উচিত বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাধ্যতামূলক শব্দ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।

প্রসঙ্গত, পরিবর্তিত পরিস্থিতি কীভাবে পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজরি পাঠিয়েছে রাজ্য। ওই অ্যাডভাইজারি মেনে ইতিমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয় ৮০ শতাংশ এবং ২০ শতাংশের ভাগে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে, ৮০ শতাংশ মূল্যায়ন করা হবে পূর্ববর্তী পরীক্ষা বা সেমিস্টারের মধ্যে যে পরীক্ষা সেমিস্টার এ সবথেকে বেশি নম্বর আছে তার ভিত্তিতে। অন্যদিকে ২০ শতাংশ মূল্যায়ন করা হবে ইন্টার্নাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version