Sunday, May 4, 2025

শততম বর্ষে সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল ক্লাব৷ মূল স্পনসর কোয়েসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর স্পনসর-সমস্যার জট কিছুতেই খুলছে না৷ এই মূহুর্তে সবচেয়ে বড় চর্চার বিষয় হল, আগামী মরসুমে ইস্টবেঙ্গল কী ISL খেলবে? নাকি আইলিগেই নাম লেখাতে হবে? ক্লাব সূত্রে জানা গিয়েছে, ISL খেলতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন কর্তারা।

মহামারির আবহে সর্বক্ষেত্রেই পরিস্থিতি যখন বদলে যাচ্ছে, তখন ক্লাবে নতুন কর্পোরেট আনা, অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠার মতোই কঠিন কাজ হতে চলেছে। তার মাঝেই ‘লড়াই’ চালিয়ে যাচ্ছেন লাল- হলুদ কর্তা দেবব্রত সরকার, নিতু নামেই যিনি ময়দানে পরিচিত৷
দেবব্রতবাবু ইতিমধ্যেই একাধিক সংস্থার সঙ্গে কথাবার্তা বলেছেন৷ বিশেষ এক সূত্রে কথা বলেছেন অভিষেক বচ্চনের সঙ্গেও৷ জুনিয়র বচ্চন আগ্রহ দেখিয়েছেন শতাব্দীপ্রাচীন বহু ইতিহাস সৃষ্টিকারী ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে৷ তবে দেবব্রত সরকার এখনই সব তাস সামনে আনছেন না৷ ময়দানের কথা, চমক দেখানোর জন্য গুরুত্বপূর্ণ তাস এখনও আস্তিনে লুকিয়ে রেখেই নিতু এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসের ভরসাতেই আছেন৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ইস্টবেঙ্গল কর্তাদের বলেছেন, স্পনসর সমস্যার সমাধান হয়ে যাবে৷ মুখ্যমন্ত্রী কথা বলেছেন AIFF সভাপতি প্রফুল প্যাটেলের সঙ্গেও ৷ ISL- এ ইস্টবেঙ্গল খেলতে পারে, সে দিকটা দেখার জন্য প্যাটেলকে অনুরোধও করেছেন৷

তবে মহামারি-পরবর্তী আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, সেটাই লাল-হলুদ কর্তাদের ভাবাচ্ছে৷ এই মুহুর্তে কোনও একজন বড় কর্পোরেট সংস্থা পাওয়া, এ বছর অন্তত অসম্ভব৷ তাই নতুন ধরনের মডেল আনার কথা ভাবছেন নিতু-রা৷ স্পনসর হিসেবে একাধিক সংস্থাকে বিশেষ এক ভূমিকায় ক্লাবের সঙ্গে যুক্ত করার কথা ভাবা হচ্ছে৷ তবে ঘনিষ্ঠ মহলে দেবব্রত সরকার বলেছেন, “মুখ্যমন্ত্রীর উপর আমাদের অগাধ আস্থা৷ উনি একটা ফথের হদিশ নিশ্চয়ই দেবেন৷ তবে সমর্থকরা হতাশ হবেন না, আমরা ISL-এ খেলবোই৷”

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version