Sunday, November 16, 2025

বিকাশ এনকাউন্টার হবে, ৮ ঘন্টা পেরোনোর আগেই আমার কথা মিলে গেল: অনুব্রত

Date:

উত্তরপ্রদেশের গ্যাংস্টার “ডন” বিকাশ দুবের এনকাউন্টারে নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। কুখ্যাত এই দুষ্কৃতীর বিরুদ্ধে যোগী রাজ্যে ৬০টিরও বেশি অপরাধমূলক মামলার অভিযোগ ছিল। একাধিক পুলিশকর্মীকেও নির্মম ভাবে হত্যা করেছিল তার গ্যাং। অবশেষে মধ্য প্রদেশ থেকে গ্রেফতার করা হয় বিকাশকে। ট্রানজিট রিমান্ডে তাকে কানপুরে নিয়ে আসার সময় এনকাউন্টার করে পুলিশ। বিকাশ নাকি পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। আত্মসমর্পণ করতে বলে পুলিশ। এরপরেও সে নাকি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তারপর পুলিশের পাল্টা গুলিতে বিকাশের মৃত্যু হয়। এনকাউন্টারে বিকাশকে খতম করার পর এমনই অনেক তথ্য উঠে আসছে। এদিকে, এই ঘটনার তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।

বিকাশ এনকাউন্টারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “এখনও ৮ ঘন্টা পার হয়নি। আমার কথা মিলে গেল। আমি আগেই বলেছিলাম, ধরা পড়লে বিকাশ দুবেকে এনকাউন্টার করবে যোগী আদিত্যনাথ-এর পুলিশ”।

তিনি আরও বলেন, “কাল ৬ টায় বলেছিলাম, বিকাশ দুবেকে পুলিশ ধরলে, ওকে এনকাউন্টারে খতম করা হবে। আমার সেই কথা মাত্র ৮ ঘণ্টায় মিলে গেল। আজ সকাল ৮ টার আগেই ওকে খতম করে দিল যোগীর পুলিশ। ১৯৯০ সালে বিজেপির এক মন্ত্রীকে খুন করেছিল সে। তখনই ওকে শাস্তি দেওয়া হলে আজকের এই দিন আর দেখতে হতো না। কিন্তু বিজেপি নিজেদের স্বার্থে ভোটের জন্য ওকে ব্যবহার করেছে। ওকে দিয়ে বুথ দখল করিয়েছে। বিকাশ দুবে বোকা বলেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ও যদি পুলিশের কাছে আত্মসমর্পণ না করতো তাহলে এনকাউন্টারে মরতে হতো না। ওর উচিত ছিল কোর্টে গিয়ে আত্মসমর্পণ করা। আসলে বিকাশকে আইনি ব্যবস্থার মধ্যে বিচার করা হলে বিজেপির অনেক তাবড় তাবড় নেতার কুকীর্তি বেরিয়ে আসত। তার আগেই ওকে খতম করে দিল যোগীর পুলিশ”।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version