Tuesday, August 26, 2025

বাথরুমের মেঝেতে মধ্যে পড়ে দশ বছরের একটি মেয়ে। নিথর দেহ। চোখ বেরিয়ে এসেছে। ওই শিশুটির নাকি মৃত্যু হয়েছে ভূতের ভয়ে! পরিবারের সদস্যরা বলছেন এমনটাই । রহস্যজনক এই ঘটনা নিউ আলিপুরের একটি অভিজাত পরিবারের। পরিবার যা বলছে তা নিয়ে সন্দেহ ছিলই, কিন্তু  ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই গোটা ঘটনা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করে।

ময়নাতদন্তের রিপোর্ট বলছে দশ বছরের ওই শিশুটির গলায় আঙুলের ছাপ রয়েছে। তবে কি গলা টিপে খুন করা হয়েছে তাকে? এক্ষেত্রেও দ্বন্দ্ব রয়েছে। কারণ চিকিৎসকরা বলছেন, গলা টিপে খুন করতে গেলে আঙুলের ছাপ যতটা গভীর হয়, এক্ষেত্রে সেটা নেই। অত্যন্ত হালকাভাবে রয়েছে সেই দাগটা।

পরিবারের সদস্যরা বলছেন, বেশ কিছুদিন ধরেই কোনওভাবে ভূতের আতঙ্ক দানা বেঁধে ছিল তার মনে। স্বপ্ন তো দেখতই, জেগে থাকলেও মাঝেমধ্যে ভয় পেতে যেত সে। বাথরুমে একা যেতেও ভয় পেত। সেই বাথরুম থেকেই রহস্যজনকভাবে তার দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের নিউ আলিপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই শিশুটির বাড়িতে এক যুবকও আসত, তাকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌন নিগ্রহের কোনও ঘটনা রয়েছে কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। সম্পত্তি প্রশ্নও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। বাচ্চাটিকে ভূতের মাস্ক পরে কেউ ভয় দেখাত কিনা উঠেছে সেই প্রশ্নও। তাকে সেভাবেই খুন করা হয়েছে বিষয়টি ভাবছে পুলিশ। একটা ছোট্ট বাচ্চার সঙ্গে এরকমটা করার পিছনে কী কারণ থাকতে পারে? পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version