বচ্চনদের ৩ বাংলো স্যানিটাইজড করা হলো, সন্দেহ অভিষেকের ডাবিং স্টুডিও নিয়ে

অমিতাভ বচ্চনের জুহুর জলসা বাংলোয় প্রবেশ করল বৃহন মুম্বইয়ের পুর নিগমের কর্মীরা। পিপিই কিট পড়ে তারা নামলেন স্যানিটাইজেশনে। শুধু ‘জলসা’ বাংলোটি নয়, আরও দুটি বাংলো রয়েছে কম্পাউন্ডের মধ্যে। সেগুলিরও স্যানিটাইজেশন করা হয়।

আজ দ্বিতীয়বারের জন্য জয়া বচ্চন, ঐশ্বর্য এবং আরাধ্যার কোভিড টেস্ট হবে। তারা দ্বিতীয়বারের জন্য নেগেটিভ এলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে বচ্চন পরিবার। ইতিমধ্যে বাংলোর কর্মীদের কোভিড টেস্ট করা হচ্ছে। অমিতাভ গোটা লকডাউন পর্বেই মুম্বইয়ের বাড়িতে রয়েছেন। বাড়িতে বসেই কিছু শুটিং সেরেছেন। তবে অভিষেক একটি ফিল্মের ডাবিংয়ের জন্য স্টুডিও গিয়েছিলেন। প্রশ্ন সেখানেই। ওই স্টুডিও থেকেই কি অভিষেক করোনার ভাইরাসে আক্রান্ত হন? স্টুডিওটিকে চিহ্নিত করে স্যানিটাইজেশনের পাশাপাশি কারা কারা সেখানে এসেছিলেন তা লগবুক ঘেঁটে দেখা হচ্ছে।

Previous articleমহারাষ্ট্রের রাজভবনে করোনা হানা, হোম কোয়ারেন্টাইনে রাজ্যপাল
Next article2021এ বাংলার মুখ্যমন্ত্রী কে? দেখুন জ্যোতিষীর কীর্তি