Friday, May 16, 2025

অতিমহামারীর পরিস্থিতি চলছে। বিনিয়োগকারীরা প্রায় হাত গুটিয়ে নিচ্ছেন। এমনই এক খারাপ পরিস্থিতিতে সুখবর শোনাল গুগল। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে তারা ভারতে বিনিয়োগ করতে চলেছে ১ হাজার কোটি ডলার। অর্থাৎ ৭৫ হাজার কোটি টাকার বেশি। সোমবার সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। গুগল কয়েকটি ভারতীয় সংস্থার শেয়ার কিনবে। মূলত ডিজিটাল সার্ভিস প্রোভাইডার সংস্থার শেয়ার কেনার ওপরে জোর দেওয়া হবে বলেই জানিয়েছে গুগল।
গুগলের কর্তা সুন্দর পিচাই এদিন বলেন, “গুগল মনে করে, ভারতে ডিজিটাল অর্থনীতির বিরাট ভবিষ্যৎ আছে। আমরা সেই সুযোগ নিতে আগ্রহী। তাই আগামী কয়েক বছরে আমরা ভারতে à§­à§« হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করব।” পাশাপাশি এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রীও এই বিষয়ে টুইট করেন। তিনি টুইট করে জানান, “সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা হল। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা নানা বিষয়ে কথা বলেছি। প্রযুক্তির সাহায্যে কীভাবে ভারতের তরুণ উদ্যোগপতিদের সাহায্য করা যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই রিলায়েন্স জিও-তে বিনিয়োগের কথা ঘোষণা করেছে ১২ টি সংস্থা। তার মধ্যে আছে ফেসবুকও। তারা বিনিয়োগ করবে ৫৭০ কোটি ডলার।
সুন্দর পিচাই এদিন জানান, তাঁরা কেবল বড় কোম্পানিতে বিনিয়োগ করবেন না। নানা ছোটখাটো কোম্পানিতেও বিনিয়োগ করবেন। ডেটা সেন্টার গড়ার জন্যও কিছু পরিমাণ অর্থ খরচ করবেন। পিচাই আরও বলেন যে , “ভারতের জন্য আমরা যে তহবিল গঠন করেছি, তার সাহায্যে এমন কয়েকটি পণ্য বা পরিষেবা দেব, যা এদেশের পক্ষে খুবই প্রয়োজনীয়। ইংরেজি বাদে অন্যান্য ভাষাতেও তৈরি হবে আমাদের প্রোডাক্ট।”

Related articles

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা...

গাড়ির যান্ত্রিক ত্রুটি-দূষণ পরীক্ষায় রাজ্যে হচ্ছে ১২টি আধুনিক ATS

গাড়ির যান্ত্রিক ত্রুটি ও দূষণ নিয়ে প্রশ্নের সমাধানে রাজ্যে গড়ে উঠছে ১২টি আধুনিক অটোমেটেড টেস্টিং স্টেশন (ATS)। পরিবহন...

পরিচয় জানলে ব্যোমিকাকেও ছাড়তেন না! বিজেপির জাতিবিদ্বেষের পর্দাফাঁস সপা নেতার

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্ণেল সোফিয়া কুরেশি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তবে...

টুটু বোসের ইস্তফা নিয়ে শুক্রবারও সিদ্ধান্ত হল না

শুক্রবারের কার্যকরী সমিতির বৈঠকেও টুটু বোসের(Tutu Bose) ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এর আগে একটা...
Exit mobile version