Saturday, November 15, 2025

ফের মেডিক্যাল কলেজে মাটিতে কাতরালো করোনা আক্রান্ত বৃদ্ধা, উধাও স্বাস্থ্য কর্মীরা

Date:

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের একই অমানবিক দৃশ্যের পুনরাবৃত্তি ।
এমার্জেন্সির বাইরে প্রায় ঘন্টাখানেক পড়ে থাকলেন ৭০ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধা।  শ্বাসকষ্টে কাতরালেন অ্যাম্বুল্যান্সেই। যদিও বা কোনওরকমে তাকে ভর্তি করা সম্ভব হল, স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার কোনও স্বাস্থ্য কর্মীর দেখা মিলল না। অগত্যা মাটিতেই পড়ে রইলেন তিনি। প্রায় ঘন্টাখানেক পরে নিজেই উঠে কোনও রকমে খুঁড়িয়ে হেঁটে, অসুস্থ শরীরটা টেনে নিয়ে গেলেন ভিতরে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , দীর্ঘ সময় বৃদ্ধা মাটিতে পড়ে থাকলেও হাসপাতালের কোনও স্বাস্থ্যকর্মী সাহায্য করার জন্য এগিয়ে আসেননি।
তাই প্রশ্ন উঠেছে, কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি যদি এই হয়, তবে অন্যান্য হাসপাতালের কী হাল?
জানা গিয়েছে , ৭০ বছরের নীলাবালা পালের বাড়ি বিরাটিতে। গত কয়েক দিন ধরে অসুস্থতা বাড়ায় বৃদ্ধাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করা হয়। আজ সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ততক্ষণে শ্বাসকষ্ট শুরু হয় বৃদ্ধার । কিন্তু মেডিক্যাল কলেজে পৌঁছেও দীর্ঘ সময় ধরে অ্যাম্বুল্যান্সের মধ্যেই পড়ে থাকার পর কোনও মতে অ্যাম্বুল্যান্স থেকে হামাগুড়ি দিয়ে নিজেই নামেন মাটিতে। তার পরে সেখানেই শুয়ে পড়েন। সঙ্গে পরিচিত কেউ ছিলেন না। ফলে ঘন্টাখানেক পর নিজেই লাঠিতে ভর দিয়ে ভিতরে যান।
কোভিড হাসপাতাল করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালকে। তার এই হাল দেখে উদ্বিগ্ন অন্যান্য রোগীর আত্মীয়রা ।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version