Saturday, August 23, 2025

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুনের অভিযোগে আজ মঙ্গলবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। জলপাইগুড়িতে বনধের তেমন প্রভাব না পড়লেও, কোচবিহারে বনধের প্রভাব ভালোই পড়েছে ।জলপাইগুড়ি ও ধূপগুড়িতে খোলা রয়েছে বেশ কিছু দোকানপাট। বেসরকারি বাস রাস্তায় নামেনি। যদিও চলছে অটো, টোটো ও ট্যাক্সি । খোলা আছে ধূপগুড়ি সুপার মার্কেট।
অন্যদিকে কোচবিহারে বনধের জেরে বন্ধ রয়েছে দোকানবাজার। কোচবিহার বাস স্ট্যান্ডের কাছে সরকারি বাস আটকায় পুলিশ। বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন । গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন নেতা-কর্মী। বনধের বিরোধিতায় পাল্টা মিছিল করেছে তৃণমূল।
সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আলিপুরদুয়ার ডিপোর গেটে বাস আটকান বিজেপি কর্মীরা। শুরু হয় স্লোগান। এনবিএসটিসি কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
জেলা কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা পণ্যবাহী গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের হঠিয়ে দেয় পুলিশ। আলিপুরদুয়ারে সরকারি বাস চললেও, বেসরকারি বাসের দেখা মেলেনি। খোলেনি দোকানপাটও।
সকাল থেকে থমথমে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও আশপাশের এলাকা। রাস্তাঘাটও শুনশান।
দক্ষিণ দিনাজপুরে বনধের প্রভাব সেভাবে চোখে পড়েনি। করোনা সংক্রমণ ঠেকাতে বালুরঘাট শহরে লকডাউন চলছে। তারই মধ্যে চলছে সরকারি-বেসরকারি যানবাহন। খোলা দোকানপাট। বাজারেও যথেষ্ট ভিড়। সবমিলিয়ে মিশ্র প্রভাব পড়েছে উত্তরবঙ্গের বনধে।

Related articles

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...
Exit mobile version