Friday, May 16, 2025

বিধায়কের রহস্য মৃত্যুর CBI তদন্তের দাবিতে রাষ্ট্রপতির কাছে বিজেপি

Date:

সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যুর CBI তদন্ত দাবি করলো বিজেপি৷

মঙ্গলবার দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়’র নেতৃত্বে এক কেন্দ্রীয় প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন৷ এই দলে বিজয়বর্গীয় ছাড়া ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, এ রাজ্যের সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন, সাংসদ স্বপন দাশগুপ্ত এবং সাংসদ রাজু বিস্ত৷ CBI তদন্তের দাবি সম্বলিত এক স্মারকলিপিও দেওয়া হয়
রাষ্ট্রপতিজিকে৷ পরে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, রাষ্ট্রপতিকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই৷ একজন বিধায়কও এই রাজ্যে নিরাপদ নন৷ বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ বাংলায় হত্যা এবং নিরবিচ্ছিন্ন অরাজকতার শাসন চলছে৷ তিনি বলেন, গত তিন বছরে ১০৫ জন বিজেপি কর্মী ও নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরা শাসক দলের হাতেই নিহত হয়েছেন৷
এ রাজ্যের আইনশৃঙ্খলার দ্রুত অবনতির প্রতি রাষ্ট্রপতির মনোযোগ আকর্ষণ করে এই প্রতিনিধিদল বিধায়ক হত্যার CBI তদন্ত দাবি করেছে৷ রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে অসহনীয় সন্ত্রাসি পরিস্থিতি তৈরি হয়েছে৷
নাগরিক নিরাপত্তা বলে কিছুই নেই৷ রাজ্যে গণতন্ত্র বিপন্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি কর্মীদের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন৷ এ ধরনের বক্তব্যে মুখ্যমন্ত্রী নিজেই স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন,
আইনের শাসনের প্রতি অবহেলা করেছেন। এই হিংস্র অভিব্যক্তির সরাসরি প্রতিক্রিয়ায় রাজ্যকে গ্রাস করেছে
সন্ত্রাসের রাজনীতি৷ বিধায়ক দেবেন্দ্রনাথ রায় সেই চরম অরাজকতার সর্বশেষ শিকার ৷

Related articles

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...
Exit mobile version