Wednesday, November 12, 2025

বিধায়কের রহস্য মৃত্যুর CBI তদন্তের দাবিতে রাষ্ট্রপতির কাছে বিজেপি

Date:

সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যুর CBI তদন্ত দাবি করলো বিজেপি৷

মঙ্গলবার দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়’র নেতৃত্বে এক কেন্দ্রীয় প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন৷ এই দলে বিজয়বর্গীয় ছাড়া ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, এ রাজ্যের সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন, সাংসদ স্বপন দাশগুপ্ত এবং সাংসদ রাজু বিস্ত৷ CBI তদন্তের দাবি সম্বলিত এক স্মারকলিপিও দেওয়া হয়
রাষ্ট্রপতিজিকে৷ পরে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, রাষ্ট্রপতিকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই৷ একজন বিধায়কও এই রাজ্যে নিরাপদ নন৷ বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ বাংলায় হত্যা এবং নিরবিচ্ছিন্ন অরাজকতার শাসন চলছে৷ তিনি বলেন, গত তিন বছরে ১০৫ জন বিজেপি কর্মী ও নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরা শাসক দলের হাতেই নিহত হয়েছেন৷
এ রাজ্যের আইনশৃঙ্খলার দ্রুত অবনতির প্রতি রাষ্ট্রপতির মনোযোগ আকর্ষণ করে এই প্রতিনিধিদল বিধায়ক হত্যার CBI তদন্ত দাবি করেছে৷ রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে অসহনীয় সন্ত্রাসি পরিস্থিতি তৈরি হয়েছে৷
নাগরিক নিরাপত্তা বলে কিছুই নেই৷ রাজ্যে গণতন্ত্র বিপন্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি কর্মীদের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন৷ এ ধরনের বক্তব্যে মুখ্যমন্ত্রী নিজেই স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন,
আইনের শাসনের প্রতি অবহেলা করেছেন। এই হিংস্র অভিব্যক্তির সরাসরি প্রতিক্রিয়ায় রাজ্যকে গ্রাস করেছে
সন্ত্রাসের রাজনীতি৷ বিধায়ক দেবেন্দ্রনাথ রায় সেই চরম অরাজকতার সর্বশেষ শিকার ৷

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version