Tuesday, May 6, 2025

ভ্যাকসিন কবে বাজারে আসবে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। দেশি হোক বা বিদেশি তবুও তো রোগ নিরাময়ের দিকে কিছুটা এগোবে পৃথিবী। ভাইরাস মোকাবিলায় প্রস্তুত ভ্যাকসিন ‘অক্সফোর্ড অস্ট্রাজেনকা’ র সাফল্য ঘোষণা করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ঠিকঠাক থাকলে আজ বৃহস্পতিবার অথবা শুক্রবারের সাংবাদিক বৈঠক করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ভাইরাসের প্রতিষেধক হিসেবে বিশ্ববাসীর কাছে টিকা হিসেবে আসবে।

এই ভ্যাকসিন প্রস্তুত করার নেতৃত্ব দিয়েছেন ইবোলা প্রতিষেধক আবিষ্কার কর্তা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আলমা ম্যাটার, বিশ্বখ্যাত ভ্যাকসিনোলজিস্ট ড. সারা ক্যাথরিন গিলবার্ট। চলতি বছর ফেব্রুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনের কাজ শুরু করা হয়। তাতে সাফল্য মেলে। এরপর গত মাসে ভাইরাসে আক্রান্ত ব্রাজিলের ৫ হাজার মানুষের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তাতেও মিলেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দলের সঙ্গে যৌথভাবে কাজ করছে মার্কিন বায়োফার্মা সংস্থা অস্ট্রাজেনকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের সঙ্গে চুক্তি করেছে। এই ভ্যাকসিন ব্যবসায়িক ভাবে মার্কিন সংস্থা অস্ট্রাজেনকা বাজারে বিক্রি করতে পারবে। ঠিক এইভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ও সম্পূর্ণ বিনা খরচে টিকা হিসেবে এই ভ্যাকসিন ব্যবহার হবে। মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া দেশগুলিতে তা দেওয়া হবে। ইতিমধ্যে সারা বিশ্বের মধ্যে অন্তত ৭৭ টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছে। যদিও এই তালিকায় নেই ভারতের নাম।

প্রসঙ্গত, রাশিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথকভাবে ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি জানিয়েছে। যদিও এই দাবির সপক্ষে কোনও প্রমাণ মেলেনি।ভাইরোলজিস্টদের বক্তব্য, সংশ্লিষ্ট দেশগুলি প্রথম পর্যায়ের ট্রায়ালও শুরু হয়নি। মানবদেহের পরীক্ষা সেখানে অনেক দূরের ব্যাপার। অন্যদিকে, অক্সফোর্ড তাদের মানবদেহের পরীক্ষায় সাফল্য পেয়েছে।

Related articles

পুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে দুর্ঘটনায় মৃত দুই, আহত একাধিক

জম্মু-কাশ্মীরে (J & K) যাত্রীবাহী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মেন্ধার যাওয়ার পথে পুঞ্চ জেলার খোর ধারায়...

মুখে ঝামা ঘষা হল! জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব মুখ্যমন্ত্রীর

আমাকে বলেছিল, আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath...

টালা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোডাউন! ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি, আহত ৪

ঘুমের মাঝেই মারাত্মক কাণ্ড, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ। উত্তর কলকাতার (North Kolkata) টালা এলাকার শিরিশচন্দ্র চৌধুরী লেনের...

সীমা টপকে ভারতে! কাশ্মীরে গ্রেফতার পাক যুবক

ভারত পাকিস্তান অশান্তির পরিস্থিতিতে ফের এক পাক নাগরিক গ্রেফতার ভারতীয় সেনার (Indian Army) হাতে। গ্রেফতার পাক নাগরিক নাবালক...
Exit mobile version