Sunday, August 24, 2025

উপার্জন নেই, মঞ্চ ছেড়ে ফুটপাতে শিল্পীরা ! চাইছেন মুখ্যমন্ত্রীর সাহায্য  

Date:

সঙ্গীতকে আঁকড়ে ধরে তাঁদের বেড়ে ওঠা। গানই তাঁদের জীবনের অক্সিজেন । বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন৷ ডাক আসত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে৷ কিন্তু বেড়ে চলা ভাইরাসের সংক্রমণ আর তার জেরেই লকডাউন তাঁদের সেই মঞ্চ কেড়ে নিয়েছে৷ কবে আবার জলসা বা অনুষ্ঠান শুরু হবে, তা অনিশ্চিত৷ তাই বাধ্য হয়েই কলকাতার হাতিবাগানে ডিম- পাউরুটি বিক্রি করছেন কয়েকজন সঙ্গীত শিল্পী৷ এঁদের মধ্যে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নিলিশা বসাক। পড়াশোনা শেষ করেই গানকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। কলকাতা ও বিভিন্ন জেলার মেলা, জলসা, সেমিনারে গান পরিবেশন করেন নিলিশা। তবে এই পরিস্থিতে পেশা বদলে গেছে তাঁর। গত মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে ফুটপাতে বসেছেন দোকান সাজিয়ে।

জানা গিয়েছে, সংসার চালাতে ফুটপাতে দোকান সাজিয়ে বসেছেন নিলিশা। তার দোকানে দুধ, পাউরুটি, কুকিজ, বিস্কুটের সমাহার। দুই ভাইয়ের সহযোগিতায়, নিজের ব্যাঙ্কে থাকা সঞ্চয় ভাঙিয়ে নিলিশা এখন পুরোদস্তুর দোকানদার।
প্রতিদিন সকাল ৬টায় কলকাতার হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশে ফুটপাতে নিজের বিকল্প পেশার ডালা খুলে বসেন নিলিশা।

 

যতদিন এই  পরিস্থিতি থাকবে ততদিন  এটাই পেশায় থাকবেন তিনি।  নিলিশা সঙ্গেই রয়েছে আরও কয়েকজন শিল্পীও। তবে রাস্তার ধারে দোকান দিলেও খুব একটা বিক্রি নেই৷ মঞ্চ, গান ভুলে আপাতত নতুন ব্যবসার মাধ্যমে পেট চালানোর পথ খুঁজতে হচ্ছে মাচা বা জলসার মঞ্চ মাতানো এই গায়ক গায়িকাদের৷ এই পরিস্থিতি চলতে থাকলে হারিয়ে যাবেন তাঁরা।

নিলিশা ফুটপাতের দোকানের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সবার পাশে থাকেন। তিনি জনগণের নেত্রী। আমাদের দিকটিও তিনি যেন একটু ভেবে দেখেন। না হলে আমরা সত্যিই হারিয়ে যাব।”

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version