কেন দাম বাড়ল আলুর? জানুন কারণ…

অন্যান্য সবজির সঙ্গে লাফিয়ে বাড়ছে আলুর দাম। এক সপ্তাহের মধ্যে গড়ে সাত টাকা বাড়ল আলুর কেজিপ্রতি দাম। এইভাবে দাম বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তদের । চন্দ্রমুখী আলু ২৮ থেকে বেড়ে এখন ৩৫। জ্যোতি ২২ থেকে বেড়ে কোথাও ২৮ কোথাও ৩০। কিন্তু কেন এইভাবে দাম বাড়ছে আলুর ? এই প্রশ্নের উত্তরে উঠে আসছে বিভিন্ন যুক্তি।
কী কী যুক্তি উঠে আসছে দেখুন…

১) মহামারির কারণে লক ডাউন ও আমফান ত্রাণে বিভিন্ন দল ও ক্লাব বস্তা বস্তা আলু তুলে নেওয়ায় বাজারে জোগানে ঘাটতি হওয়ায় দাম বেশি।

২)লোকাল ট্রেন বন্ধ। ট্রাকে আলু আনতে হচ্ছে। এদিকে, জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য দাম বেশি আলুর।

৩) তবে ব্যবসায়ীরা বলছেন অন্য কথা । তাঁরা বলছেন,  আলুর ফলন ও জোগানে কোনো সমস্যা নেই। কিন্তু আমফনের জেরে অন্য সব্জির ফলন ব্যাপক ক্ষতিগ্রস্ত । তার ওপর লোকাল ট্রেন বন্ধ। ফলে অন্য সব্জি বাজারে প্রায় আসছে না বললেই চলে। তাই মানুষ শুকনো সব্জি হিসেবে অস্বাভাবিক বেশী পরিমাণে আলু কিনছেন । লক ডাউনের শুরু থেকেই এই প্রবণতা চলছে।

যে ক্রেতা দিনে ১ থেকে ২ কিলো আলু কিনতেন,  তিনি ৫ থেকে ১০ কিলো আলু কেনা শুরু করেছেন। ফলে ফলন পর্যাপ্ত থাকলেও খুচরো বাজারে স্টক কম পড়ে যাচ্ছে। এই কারণে বাড়ছে আলুর দাম।

Previous articleপুলিশের সহযোগিতায় লেখাপড়া করে উচ্চমাধ্যমিকে তাক লাগাল কোচবিহারের পাপ্পু
Next articleধর্ষণ-অ্যাসিড হামলার হুমকি স্বস্তিকাকে, অভিযোগ নিয়ে পুলিশের কাছে অভিনেত্রী