Thursday, August 28, 2025

উচ্চমাধ্যমিকে অনন্য নজির থ্যালাসেমিয়া আক্রান্ত বোধায়নের! যা আপনাকেও গর্বিত করবে

Date:

প্রতিবন্ধকতা আটকাতে পারে না প্রতিভাকে। সেটাই যেন ফের একবার প্রমাণ করে দিল বোধায়ন অর্ণব। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই শুরু বোধায়নের। যা আজও চলছে। নিজের লক্ষ্যে স্থির থেকে হার না মানা মানসিকতা নিয়েই এগিয়ে চলেছে বহুমুখী প্রতিভার অধিকারী দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর হাই স্কুলের এই কৃতী ছাত্রটি। গান-আবৃত্তি কিংবা ছবি আঁকা, বহু আগেই বোধায়নের সেই শৈল্পিক প্রতিভার পরিচয় মিলেছিল। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও অনন্য নজির থ্যালাসেমিয়া আক্রান্ত বোধায়ন! কলা বিভাগে ৯৩ শতাংশ (৪৪৩, গ্রেড-এ প্লাস) নম্বর পেয়েছে বোধায়ন।

লড়াইটা শুরু সেই তিন মাস বয়স থেকে। থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার শরীরে রক্ত নিতে শুরু করে বোধায়ন অর্ণব। আজও চলছে। পড়াশুনা-গানবাজনা-ছবি আঁকার পাশাপাশি প্রতি মাসেই তাকে লড়াই করতে হয় দুরারোগ্য ব্যাধির সঙ্গে। ইতিমধ্যেই এক জটিল অস্ত্রোপচারও হয় তার। এ সবের মধ্যেই বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে সে।

বারুইপুর উকিলপাড়া নিবাসি বোধায়নের বাবা অলোক অর্ণব এক বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। লকডাউনের জন্য আপাতত বাড়িতেই বসে তিনি। মা মিতালিদেবী অঙ্গনওয়াড়ি কর্মী। সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তার এই অসামান্য সাফল্য বাবা-মা’কে যেমন গর্বিত করছে, ঠিক একইভাবে পাড়া-প্রতিবেশি, আত্মীয়-পরিজনরাও তার লড়াই করা সাফল্যের জন্য গর্ববোধ করছে।

কিন্তু তার এই সাফল্যের রহস্য কী?

এখন বিশ্ব বাংলা সংবাদের মুখোমুখি হয়ে বোধায়ন জানায়,
পড়াশুনার নির্দিষ্ট সময় তার ছিল না। তবে নিয়ম করে প্রতিদিন সে স্কুলের ও গৃহশিক্ষক হোম ওয়ার্ক করে ফেলতো। যখন যতটুকু সময় প্রয়োজন, ততটুকু পড়াশুনা সে করতো।

পড়াশুনার বাইর বোধায়নের প্রথম পছন্দ বা ভালোবাসা গান ও আবৃত্তি। প্রতিভার জোরে প্রতিযোগিতার মঞ্চে বহুবার সেরার সেরার সম্মান পেয়েছে বোধায়ন। মায়ের হাত ধরেই সেই ছোট্ট বেলায় গান-আবৃত্তিতে। বহুমুখী প্রতিভার অধিকারী বোধায়নের। পরবর্তীকালে নামি-দামি শিল্পীদের সান্নিধ্যে থেকে ও তালিম নিয়ে আজ সে নিজেই প্রতিষ্ঠিত।

গান তার জীবনের অঙ্গ। তাই গানকে সঙ্গে নিয়েই ভবিষ্যতে এগিয়ে যেতে চায় এই মেধামী ছাত্রটি। বোধায়ন জানায়,
রবীন্দ্রভারতী থেকে প্রিয় রবীন্দ্রসঙ্গীত নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করবে বলে ঠিক করেছে সে।

উচ্চমাধ্যমিকে অনন্য নজির গড়ার পর কী বলছে বোধায়ন? শুনে নিন পুরো সাক্ষাৎকার

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version